বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ফ্লেক্সিলোড আর বিকাশে ভোট কেনা হয় : সাবেক নির্বাচন কমিশনার

আধুনিকতার ছোয়া লেগেছে রাজনৈতিক অঙ্গনেও, তথ্য প্রযুক্তির এই যুগে এখন আর পিছিয়ে নেই কোন খাত। তেমনি সমান তালে এগিয়ে যাচ্ছে রাজনৈতিক কর্মকান্ড। আগে যেমন নির্বাচনের আগে রাতের আধারে ভোটারের বাড়ি বাড়ি গিয়ে ভোট কেনার জন্য টাকা দিয়ে আসতে হতো এখন আর তা হয় না। প্রযুক্তির বদৌলতে এখন তা পৌঁছে যায় বিকাশ কিংবা মোবাইলে ফ্লেক্সিলোড এর মাধ্যমে। ভোট কেনার ক্ষেত্রে এমনই পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন।

নির্বাচন কমিশনার থাকাকালীন (২০০৮-২০১৩) রাজশাহী ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে অভিনব পদ্ধতিতে ভোট কেনার অভিজ্ঞতার কথা জানান তিনি। আজ সোমবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি) আয়োজিত নির্বাচন সংক্রান্ত এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন সাখাওয়াত হোসেন।

২০১৩ সালে রাজশাহী সিটি কর্পোরেশনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ভোট চলাকালীন আমাদের কাছে অভিযোগ আসলো যে, ফ্লেক্সিলোডের মাধ্যমে ভোট কেনা-কাটা হচ্ছে। নিজেরা আলোচনা করে ওই এলাকার (রাজশাহী শহরের) ফ্লেক্সিলোড বন্ধ রাখা যায় কিনা সেই চিন্তা করেছিলাম। এখন তো আরও সহজে লেনদেন সম্ভব। কারণ বিকাশ একাউন্টের মাধ্যমে ব্যক্তিগত লেনদেন করা যায়’।

একই সময়ে হওয়া বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন এলাক থেকে আসা অভিযোগের ভিত্তিতে সাবেক এই নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা যখন রাজশাহীর অভিযোগ নিয়ে আলোচনা করছিলাম ঠিক ওই সময়ে বরিশাল থেকে অভিযোগ আসলো কোন কোন প্রার্থী অনেক ভোটারের দোকানের বাকি পরিশোধ করে দিচ্ছেন’।

তিনি বলেন, ‘অনেক প্রার্থী নেতৃস্থানীয় ভোটারদের (যারা অন্য ভোটারদের ওপর প্রভাব রাখেন) ব্যংকের ঋণও পরিশোধ করে দিচ্ছেন। তখন দেখা গেল, তাৎক্ষণিকভাবে এগুলোর প্রমাণ পাওয়া যেমন সমস্যা তেমনি এই বিষয়ে হস্তক্ষেপ করা আরও কঠিন।’

‘তাই অনেক বিষয়ে জেনেও প্রত্যাশিত পদক্ষেপ নেওয়া সম্ভব হয় না’ বলে মন্তব্য করেন সাখাওয়াত হোসেন।
ভারতেও এই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে পরিগণিত বলে জানান তিনি।

গোলটেবিল বৈঠকে ‘দ্য স্টেটস অব ইলেকশন ইন বাংলাদেশ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইডব্লিওজি- এর পরিচালক ড. আবদুল আলিম। এতে ২০১৩ সালের পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচন, ২০১৪ সালের জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচন, ২০১৫ সালের ঢাকা ও চট্টগ্রামের তিনটি সিটি কর্পোরেশন নির্বাচনের অবস্থা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যরিস্টার মনজুর হাসান, ইডব্লিওজি-এর স্টিয়ারিং কমিটির সদস্য নাজমুল আহসান কলিমুল্লাহ, এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ হাসান এম মজুমদার প্রমুখ।

বক্তারা সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, নির্বিঘ্নে ভোট প্রদান এবং ভোট পরবর্তী সময়ে সহিংসতা রোধে নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা ব্যক্ত করেন।

তবে, নির্বাচন কমিশনকেও দায়িত্ব নিয়ে নিজেদের ক্ষমতা প্রয়োগ করতে হবে বলে উল্লেখ করেন একাধিক বক্তা।

এই সংক্রান্ত আরো সংবাদ

বিসিএসে চিকিৎসকদের বয়স বাড়াতে আল্টিমেটাম

বিসিএস পরীক্ষার আবেদনে চিকিৎসকদের বয়স বৃদ্ধির দাবিতে সরকারকে এক সপ্তাহেরবিস্তারিত পড়ুন

পাঠ্যবইয়ে আবু সাঈদের মৃত্যুর তারিখে ভুল, প্রতিবাদে মানববন্ধন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন রংপুরের বেগম রোকেয়াবিস্তারিত পড়ুন

ছাত্রশিবিরের উপস্থিতিতে অসন্তোষ, ‘জাতীয় সংলাপ’ বর্জন ছাত্রদলের

“জাতীয় রাজনীতির সংস্কার: প্রসঙ্গ ডাকসু, জাকসু, চাকসু, রাকসু” শীর্ষক জাতীয়বিস্তারিত পড়ুন

  • ৪৩তম বিসিএসে বাদ পড়াদের বিষয়ে সিদ্ধান্ত নিতে সভায় বসছে মন্ত্রণালয়
  • মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে হচ্ছে ‘জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর’
  • সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্তের নির্দেশনা রাষ্ট্রপতির
  • পদত্যাগের ঘোষণা জাস্টিন ট্রুডোর
  • ঢাকায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান জোরদারের সিদ্ধান্ত
  • সেন্টমার্টিনে খাবার পানি সরবরাহ করবে সরকার, বর্জ্য থেকে উৎপাদন হবে বিদ্যুৎ
  • ৫ ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটি
  • সঞ্চয়পত্র কেনায় জুলাই বিপ্লবে শহিদদের পরিবারকে যে সুবিধা দিল এনবিআর
  • আরও ২১ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব
  • জুলাই ঘোষণাপত্র প্রকাশের তারিখ সম্পর্কে যা জানালেন প্রেস সচিব
  • বাংলাদেশি-ভারতীয় জেলে ও নৌকর্মীদের হস্তান্তর সম্পন্ন
  • বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন