ফ্লোরিডা ছাড়ছে ৬৩ লাখ বাসিন্দা

কিউবার উত্তর উপকূলে আঘাত হানা ভয়াবহ ৫ মাত্রার ঘূর্ণিঝড় ইরমা একটু দুর্বল হয়ে ৩ মাত্রায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে আঘাত হানতে শুরু করেছে।
মার্কিন জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র থেকে বলা হয়েছে, ইরমার প্রভাবে শনিবার রাত থেকেই তুমুল ঝড়ো-হাওয়া ও বৃষ্টিপাত শুরু হয়েছে ফ্লোরিডায়। ঝড়ের সর্বশেষ সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার। রোববার সকালে পুরোপুরি শুরু হতে পারে ইরমার তাণ্ডব।
বিবিসির খবরে বলা হয়েছে, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গত এক সপ্তাহে আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ইরমার তাণ্ডবলীলায় অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, ইরমা আতঙ্কে ও সর্বোচ্চ পরিমাণ ক্ষয়ক্ষতি এড়াতে রাজ্যটির অন্তত ৬৩ লাখ বাসিন্দাকে বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও নিরাপদে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। এরা রাজ্যের মোট জনসংখ্যার প্রায় ২৫ শতাংশ।
ফ্লোরিডার গভর্নর রিক স্কট রাজ্যের অধিবাসীদের সতর্ক করে দিয়ে নিরাপদ আশ্রয়ে যেতে বলেছেন। এছাড়া ঝড়ের সময় কাউকে বাইরে থাকতে নিষেধ করেছেন।
ইরমা আতঙ্কে ফ্লোরিডায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। দুর্যোগের মুখে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান। সেইসঙ্গে বাতিল হয়ে গেছে ফ্লোরিডা থেকে সব ধরনের ফ্লাইট।
এরআগে শুক্রবার কিউবা উপকূলে আঘাত হানে আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ৫ মাত্রার ঘূর্ণিঝড় ইরমা। এতে কিউবায় ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখা দেয়। তবে ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন