শনিবার, জুলাই ১২, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ফ্ল্যাট থেকে উচ্ছেদের অভিযোগ মুক্তিযোদ্ধার সন্তানকে

মিথ্যা অপবাদ দিয়ে নিজ ফ্ল্যাট বাড়ি থেকে উচ্ছেদের আলটিমেটাম দেয়া হয়েছে বলে রাজধানীর বেইলী রোডে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। আগামী সাত দিনের মধ্যে ফ্ল্যাট বিক্রি করে চলে যাওয়ার জন্য মা ও কিশোর ছেলেকে নানাভাবে হুমকি দেয়া হচ্ছে। মুক্তিযোদ্ধার স্ত্রী ফ্ল্যাট বাড়িতে কিশোর সন্তানকে নিয়ে নিরাপদে বসবাস করার জন্য সহায়তা চেয়ে গতকাল শুক্রবার রমনা থানায় লিখিত অভিযোগ করেছেন। এছাড়াও তিনি ফ্ল্যাট মালিক সমিতির ভয়-ভীতি ও হুমকি থেকে রক্ষা পাওয়ার জন্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন করেছেন।

রমনা থানার লিখিত অভিযোগে (জিডি) (নম্বর-৬০০,তারিখ-৮ এপ্রিল ২০১৬) বলা হয়েছে, নরসিংদীর শিবপুরের বীর মুক্তিযোদ্ধা সারোয়ার জাহানের স্ত্রী আনোয়ারা বেগম বন্যা ১ নম্বর নিউ বেইলী রোডের রীজ অ্যাপার্টমেণ্টে একটি ফ্ল্যাট কিনে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। সম্প্রতি বেইল অ্যাপার্টমেণ্ট ওনার্স সোসাইটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কয়েকজন তাকে সাজানো মিথ্যা মামলায় ফাঁসিয়ে ফ্ল্যাটটি দখল করার চেষ্টা করছেন। তারা তার কাছ থেকে জোরপূর্বক সাদা কাগজে সই করে নিয়েছেন। তাকে সাত দিনের মধ্যে ফ্ল্যাট বিক্রি করে চলে যাওয়ার জন্য আলটিমেটাম দিয়েছেন। এই সময়ের মধ্যে না গেলে তাকে ও তার শিশু সন্তানের ক্ষতি করবে বলে হুমকি দিয়েছেন। এই ফ্ল্যাটের জন্য মা ও ছেলেকে জীবন দিতে হতে পারে বলে ভয়-ভীতি দেখানো হচ্ছে। এই অবস্থায় তিনি তার কিশোর পড়–য়া ছেলে নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। তিনি জরুরি ভিত্তিতে তাকে ও তার সন্তানকে রক্ষায় জন্য সুষ্ঠু তদন্ত ও আইনি সাহায্য চেয়েছেন।

আনোয়ারা বেগম বলেন, বেইলী রিজ অ্রাপাটমেণ্ট মালিক সমিতির অন্যায়, অত্যাচার ও হুমকি দিয়ে তার কেনা ফ্ল্যাটটি নিজেদের নামে নেয়ার ষড়যন্ত্র করছেন। আগে তিনি বীমা কোম্পানিতে চাকরি করতেন। ফ্ল্যাট কেনার পর চাকরি ছেড়ে বিউটি পার্লারে কাজ করতেন। তার পরিচিত অনেক নারী কাজ শেখার জন্য তার বাসায় যেত। এ নিয়ে অনেকেই নানা ধরনের কথা বলছেন। ফ্ল্যাট মালিক সমিতির অনেকেই তার কাছে অন্যায় আবদার করত। সবকিছুতে ব্যর্থ হয়ে তাকে মিথ্যা অপবাদ দিয়ে রমনা থানা পুলিশের যোগসাজশে পতিতা ও মানব পাচারকারী বলে নাজেহাল করছে। পুলিশ দিয়ে তার বিরুদ্ধে মামলা করেছে। তিনি এই হয়রানি ও ষড়যন্ত্র থেকে রেহাই পেতে মানববাধিকার কমিশন বরাবর লিখিত আবেদন করেছেন।

ওই ফ্ল্যাটের কয়েকজন মালিক বলেন, ফ্ল্যাটের মালিক হওয়ার পর ওই মুক্তিযোদ্ধার স্ত্রী ও সন্তানকে নাজেহাল করা হচ্ছে। তার ওপর নানাভাবে প্রভাব বিস্তার করা হচ্ছে। অপরাধ করলে আইনি প্রক্রিয়ায় তার শাস্তি হবে। কিন্তু ভিটাবাড়ি বিক্রি করে চলে যাওয়ার নির্দেশ অন্যায় বলে মনে করেন তারা।

জানতে চাইলে রমনা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, আনোয়ারা বেগম একটি জিডি করেছেন বলে শুনেছি। তবে তিনি মেয়ে দিয়ে ব্যবসা করেন বলে তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত

ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো

সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের

ইরান-ইসরায়েল সংঘাত পঞ্চম দিনে গড়ানোর আগেই তেহরানবাসীদের শহর খালি করারবিস্তারিত পড়ুন

  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
  • ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • অবৈধভাবে ভারত যাওয়ার সময় ওএসডি হওয়া যুগ্ম সচিব আটক
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত