সোমবার, অক্টোবর ৬, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বইছে শীতের হাওয়া, কমছে সবজির দাম

ঋতুর আবর্তনে দেশে বইতে শুরু করেছে শীতের হাওয়া। এর ছোঁয়া লেগেছে রাজধানীর সবজির বাজারেও। রাজধানীতে পুরোদমে আসতে শুরু করেছে শীতের বিভিন্ন শাক-সবজি। সরবরাহ বেশি থাকায় দাম কমছে প্রায় সব ধরনের সবজির ।

শুক্রবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম প্রতি কেজিতে কমেছে ১০ থেকে ২০ টাকা।

বাজারে এরই মধ্যে উঠতে শুরু করেছে নতুন আলু (চলতি মৌসুমে উৎপাদিত আলু)। ফলে আলুর দামও কিছুটা কমেছে। তবে মৌসুম শেষ হওয়ার কারণে সরবরাহ কমায় দাম বেড়েছে ঢেঁড়শ, করলা ও পুরান আলুর।

পর্যােপ্ত সরবরাহ থাকায় বাজারে সবজির দাম কমছে বলে জানিয়ে বিক্রেতারা বলেন, কার্তিক প্রায় শেষ হতে চলেছে। সাধারণত অগ্রহায়ন এবং পৌষ মাস জুড়েই শীতকালীন শস্য বেশি আসে বাজারে। ফলে এ সময়ে সব ধরনের সবজির দাম ক্রেতাদের নাগালের মধ্যেই থাকে।

রাজধানীর কমলাপুর ও খিলগাঁও বাজারে ১০ টাকা দাম কমে প্রতিকেজি মুলা ও পটল ৩০ টাকা, ঝিঙ্গা ৪৫ টাকা, ধনিয়াপাতা ১২০ টাকা, শসা ৩০ টাকা, কাঁচা পেপে ২৫ টাকা, বরবটি ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

আকার ভেদে ফুলকপি বিক্রি হচ্ছে, ৩৫ থেকে ৪০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৪৫ থেকে ৫০ টাকা। নতুন আলুর দাম বাজার ভেদে ১০ টাকা কমে কেজি প্রতি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। বাঁধাকপি বিক্রি হচ্ছে ৪০ টাকায়, যা গত সপ্তাহে ৫০ টাকা ছিল।

আকার ভেদে লাউ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। আগের সপ্তাহে ছিল ৪৫ থেকে ৫০ টাকা। কেজি প্রতি শালগম বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়।

এক সপ্তািহের ব্যবধানে প্রতিকেজি শিমের দাম প্রায় অর্ধেক কমেছে। চলতি সপ্তাহে এটি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১০০ থেকে ১২০ টাকা।

দাম কমেছে খাসির মাংসেরও। রাজধানীর বিভিন্ন বাজারে প্রতিকেজি খাসির মাংস বিক্রি হচ্ছে ৫৫০ টাকা করে। বাজার ভেদে যা গত সপ্তাহে ছিল ৫৮০ থেকে ৬০০ টাকা।

তবে গরুর মাংস ও মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। আগের মতোই ৩৮০ টাকা করে বিক্রি হচ্ছে গরুর মাংস। ব্রয়লার লাল মুরগি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। তবে ব্রয়লার সাদা মুরগি ১০ টাকা বেড়ে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে এ সপ্তাহে দাম বেড়েছে ঢেঁড়শ, করলা ও পুরান আলুর। এক সপ্তাহের ব্যবধানে ১০ টাকা বেড়ে ঢেঁড়শ বিক্রি হচ্ছে ৫০ টাকায় আর করলা ৬০ টাকায় বিক্রি করছেন বিক্রেতারা।

বাজার ভেদে কেজি প্রতি ৩ থেকে ৫ টাকা বাড়তি দামে আলু বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকায়। ১০ টাকা বাড়তি দামে সপ্তাহ ব্যবধানে প্রতিকেজি দেশি টমেটো বিক্রি হচ্ছে ১০০ টাকায় আর আর ভারতীয় টমেটো কিনতে হচ্ছে ৯০ টাকায়।

কমলাপুর কাঁচাবাজারের ব্যবসায়ী আবদুর রব বলেন, শীত আসতে শুরু করেছে। এখন সবজিও পাওয়া যাবে বেশি, তাই দামও কমবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন

  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত
  • ফোরজির সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস কার্যকর হচ্ছে সেপ্টেম্বর থেকে