বইছে শীতের হাওয়া, কমছে সবজির দাম

ঋতুর আবর্তনে দেশে বইতে শুরু করেছে শীতের হাওয়া। এর ছোঁয়া লেগেছে রাজধানীর সবজির বাজারেও। রাজধানীতে পুরোদমে আসতে শুরু করেছে শীতের বিভিন্ন শাক-সবজি। সরবরাহ বেশি থাকায় দাম কমছে প্রায় সব ধরনের সবজির ।
শুক্রবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম প্রতি কেজিতে কমেছে ১০ থেকে ২০ টাকা।
বাজারে এরই মধ্যে উঠতে শুরু করেছে নতুন আলু (চলতি মৌসুমে উৎপাদিত আলু)। ফলে আলুর দামও কিছুটা কমেছে। তবে মৌসুম শেষ হওয়ার কারণে সরবরাহ কমায় দাম বেড়েছে ঢেঁড়শ, করলা ও পুরান আলুর।
পর্যােপ্ত সরবরাহ থাকায় বাজারে সবজির দাম কমছে বলে জানিয়ে বিক্রেতারা বলেন, কার্তিক প্রায় শেষ হতে চলেছে। সাধারণত অগ্রহায়ন এবং পৌষ মাস জুড়েই শীতকালীন শস্য বেশি আসে বাজারে। ফলে এ সময়ে সব ধরনের সবজির দাম ক্রেতাদের নাগালের মধ্যেই থাকে।
রাজধানীর কমলাপুর ও খিলগাঁও বাজারে ১০ টাকা দাম কমে প্রতিকেজি মুলা ও পটল ৩০ টাকা, ঝিঙ্গা ৪৫ টাকা, ধনিয়াপাতা ১২০ টাকা, শসা ৩০ টাকা, কাঁচা পেপে ২৫ টাকা, বরবটি ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
আকার ভেদে ফুলকপি বিক্রি হচ্ছে, ৩৫ থেকে ৪০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৪৫ থেকে ৫০ টাকা। নতুন আলুর দাম বাজার ভেদে ১০ টাকা কমে কেজি প্রতি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। বাঁধাকপি বিক্রি হচ্ছে ৪০ টাকায়, যা গত সপ্তাহে ৫০ টাকা ছিল।
আকার ভেদে লাউ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। আগের সপ্তাহে ছিল ৪৫ থেকে ৫০ টাকা। কেজি প্রতি শালগম বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়।
এক সপ্তািহের ব্যবধানে প্রতিকেজি শিমের দাম প্রায় অর্ধেক কমেছে। চলতি সপ্তাহে এটি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১০০ থেকে ১২০ টাকা।
দাম কমেছে খাসির মাংসেরও। রাজধানীর বিভিন্ন বাজারে প্রতিকেজি খাসির মাংস বিক্রি হচ্ছে ৫৫০ টাকা করে। বাজার ভেদে যা গত সপ্তাহে ছিল ৫৮০ থেকে ৬০০ টাকা।
তবে গরুর মাংস ও মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। আগের মতোই ৩৮০ টাকা করে বিক্রি হচ্ছে গরুর মাংস। ব্রয়লার লাল মুরগি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। তবে ব্রয়লার সাদা মুরগি ১০ টাকা বেড়ে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে এ সপ্তাহে দাম বেড়েছে ঢেঁড়শ, করলা ও পুরান আলুর। এক সপ্তাহের ব্যবধানে ১০ টাকা বেড়ে ঢেঁড়শ বিক্রি হচ্ছে ৫০ টাকায় আর করলা ৬০ টাকায় বিক্রি করছেন বিক্রেতারা।
বাজার ভেদে কেজি প্রতি ৩ থেকে ৫ টাকা বাড়তি দামে আলু বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকায়। ১০ টাকা বাড়তি দামে সপ্তাহ ব্যবধানে প্রতিকেজি দেশি টমেটো বিক্রি হচ্ছে ১০০ টাকায় আর আর ভারতীয় টমেটো কিনতে হচ্ছে ৯০ টাকায়।
কমলাপুর কাঁচাবাজারের ব্যবসায়ী আবদুর রব বলেন, শীত আসতে শুরু করেছে। এখন সবজিও পাওয়া যাবে বেশি, তাই দামও কমবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন