শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বইছে শীতের হাওয়া, কমছে সবজির দাম

ঋতুর আবর্তনে দেশে বইতে শুরু করেছে শীতের হাওয়া। এর ছোঁয়া লেগেছে রাজধানীর সবজির বাজারেও। রাজধানীতে পুরোদমে আসতে শুরু করেছে শীতের বিভিন্ন শাক-সবজি। সরবরাহ বেশি থাকায় দাম কমছে প্রায় সব ধরনের সবজির ।

শুক্রবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম প্রতি কেজিতে কমেছে ১০ থেকে ২০ টাকা।

বাজারে এরই মধ্যে উঠতে শুরু করেছে নতুন আলু (চলতি মৌসুমে উৎপাদিত আলু)। ফলে আলুর দামও কিছুটা কমেছে। তবে মৌসুম শেষ হওয়ার কারণে সরবরাহ কমায় দাম বেড়েছে ঢেঁড়শ, করলা ও পুরান আলুর।

পর্যােপ্ত সরবরাহ থাকায় বাজারে সবজির দাম কমছে বলে জানিয়ে বিক্রেতারা বলেন, কার্তিক প্রায় শেষ হতে চলেছে। সাধারণত অগ্রহায়ন এবং পৌষ মাস জুড়েই শীতকালীন শস্য বেশি আসে বাজারে। ফলে এ সময়ে সব ধরনের সবজির দাম ক্রেতাদের নাগালের মধ্যেই থাকে।

রাজধানীর কমলাপুর ও খিলগাঁও বাজারে ১০ টাকা দাম কমে প্রতিকেজি মুলা ও পটল ৩০ টাকা, ঝিঙ্গা ৪৫ টাকা, ধনিয়াপাতা ১২০ টাকা, শসা ৩০ টাকা, কাঁচা পেপে ২৫ টাকা, বরবটি ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

আকার ভেদে ফুলকপি বিক্রি হচ্ছে, ৩৫ থেকে ৪০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৪৫ থেকে ৫০ টাকা। নতুন আলুর দাম বাজার ভেদে ১০ টাকা কমে কেজি প্রতি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। বাঁধাকপি বিক্রি হচ্ছে ৪০ টাকায়, যা গত সপ্তাহে ৫০ টাকা ছিল।

আকার ভেদে লাউ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। আগের সপ্তাহে ছিল ৪৫ থেকে ৫০ টাকা। কেজি প্রতি শালগম বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়।

এক সপ্তািহের ব্যবধানে প্রতিকেজি শিমের দাম প্রায় অর্ধেক কমেছে। চলতি সপ্তাহে এটি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১০০ থেকে ১২০ টাকা।

দাম কমেছে খাসির মাংসেরও। রাজধানীর বিভিন্ন বাজারে প্রতিকেজি খাসির মাংস বিক্রি হচ্ছে ৫৫০ টাকা করে। বাজার ভেদে যা গত সপ্তাহে ছিল ৫৮০ থেকে ৬০০ টাকা।

তবে গরুর মাংস ও মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। আগের মতোই ৩৮০ টাকা করে বিক্রি হচ্ছে গরুর মাংস। ব্রয়লার লাল মুরগি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। তবে ব্রয়লার সাদা মুরগি ১০ টাকা বেড়ে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে এ সপ্তাহে দাম বেড়েছে ঢেঁড়শ, করলা ও পুরান আলুর। এক সপ্তাহের ব্যবধানে ১০ টাকা বেড়ে ঢেঁড়শ বিক্রি হচ্ছে ৫০ টাকায় আর করলা ৬০ টাকায় বিক্রি করছেন বিক্রেতারা।

বাজার ভেদে কেজি প্রতি ৩ থেকে ৫ টাকা বাড়তি দামে আলু বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকায়। ১০ টাকা বাড়তি দামে সপ্তাহ ব্যবধানে প্রতিকেজি দেশি টমেটো বিক্রি হচ্ছে ১০০ টাকায় আর আর ভারতীয় টমেটো কিনতে হচ্ছে ৯০ টাকায়।

কমলাপুর কাঁচাবাজারের ব্যবসায়ী আবদুর রব বলেন, শীত আসতে শুরু করেছে। এখন সবজিও পাওয়া যাবে বেশি, তাই দামও কমবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে স্বাগতিক ওয়েস্টবিস্তারিত পড়ুন

রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ

যমুনা ফিউচার পার্কে মোবাইলের দোকানে চুরির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভবিস্তারিত পড়ুন

যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদেরবিস্তারিত পড়ুন

  • ধর্ম উপদেষ্টা: মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ
  • রাজশাহীতে মুক্তিযোদ্ধার ভাস্কর্য ভাঙারির দোকানে
  • ২ ডিসেম্বর থেকে ঢাকা-যশোর-বেনাপোল রুটে ট্রেন চলবে
  • ভরিতে এবার ১,৯৯৪ টাকা বাড়লো স্বর্ণের দাম
  • সংস্কার হলে পেট্রোল-ডিজেলের দাম কত কমানো সম্ভব জানালো সিপিডি
  • রাজশাহীতে সমন্বয়ককে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ
  • ড. ইউনূস: খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত
  • দেশের নতুন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দীন
  • ঢাবি ক্যাম্পাসে প্রথমবারের মতো চালু হচ্ছে শাটল বাস সার্ভিস
  • পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে বন্দুকধারীর গুলি, নিহত ৩৮
  • সায়েন্সল্যাব এলাকা থেকে সিটি কলেজ সরিয়ে নেওয়ার দাবি ঢাকা কলেজের
  • ড. ইউনূস: আমাদের শিক্ষাব্যবস্থা চাকরিপ্রার্থী তৈরি করে, এটি ত্রুটিপূর্ণ