সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বইমেলায় এক সপ্তাহে ৫২২ নতুন বই

অমর একুশে গ্রন্থমেলার এখন পর্যন্ত নতুন বই এসেছে ৫২২টি। মেলার সপ্তম দিন নতুন বই এসেছে ১২১টি এবং ৯টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বাংলা একাডেমি থেকে এসব তথ্য জানানো হয়েছে।

বইমেলায় সাংবাদিক হাবিবুল্লাহ ফাহাদের তিনটি বই এসেছে। এর মধ্যে গল্পের বই ‘দানামাঝির বউ’  প্রকাশ করেছে রোদেলা প্রকাশনী । বিদ্যাপ্রকাশ থেকে প্রকাশিত  হয়েছে ‘তিন যোদ্ধার মুখোমুখি’-  মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী ও হারুন হাবীবের আত্মজৈবনিক সাক্ষাৎকার নিয়ে বইটি। বিদ্যাপ্রকাশ থেকে প্রকাশিত ‘স্বকৃত নোমানের কথামালা: গহিনের দাগ’বইটির ভূমিকা ও সম্পাদনা করেছেন হাবিবুল্লাহ ফাহাদ।

আবু হাসান শাহরিয়ারের কবিতার বই ‘তোমাকে’, ‘যে আর তুমি নেই’ প্রকাশিত হয়েছে প্লাটফর্ম থেকে। অনন্যা প্রকাশনী থেকে এসেছে আলী ইমামের নিলসের অ্যাডভেঞ্চার। যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর ‘জনগণের ক্ষমতায়ন উন্নয়নের জাগরণ’বইটি প্রকাশ করেছে জয়ীতা প্রকাশনী। প্রয়াত কবি মাহবুবুল হক শাকিলের তৃতীয় কাব্যগ্রন্থ ‘জলে খুঁজি ধাতব মুদ্রা’ অন্বেষা প্রকাশনী এনেছে।

মঙ্গলবার বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় ‘বাংলার ডিজিটাল যাত্রা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মোস্তাফা জব্বার। আলোচনায় অংশ নেন নজরুল ইসলাম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিলুর রেজা চৌধুরী।

মোস্তাফা জব্বার বলেন, বাংলা ভাষা ও বর্ণমালার সজস্রাধিক বছরের ইতিহাসে একটি বড় চ্যালেঞ্জ ছিল এর প্রাযুক্তির ব্যবহার। যন্ত্রযুগের পূর্ব পর্যন্ত সকল লেখ্য পদ্ধতির মতোই বাংলা ভাষা হাতে লিখে বিকশিত হতে থাকে। তবে বাংলার যন্ত্রযুগ অনেক দেরিতে শুরু হয় বলেই এমনকি সারা দুনিয়ার মুদ্রণ যন্ত্র ও টাইপরাইটার চালু হলেও আমরা বাংলাকে যন্ত্রযুগে প্রবেশ করতে দেখিনি। একুশ শতকের প্রথম প্রান্তে যদিও আমরা তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা ও বর্ণমালা ব্যবহারের ক্ষেত্রে বিশ্বের বহু ভাষার মতো সমক্ষতা অর্জন করেছি তবু বাংলার জন্য আমাদের করণীয় রয়েছে অনেক।

সভাপতির বক্তব্যে জামিলুর রেজা চৌধুরী বলেন, বাংলা ভাষা বিশ্বের সমৃদ্ধ ভাষা। এ ভাষাকে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে দিতে হবে। আর এজন্য প্রয়োজন উন্নত প্রযুক্তির সাথে বাংলা ভাষার সম্মিলন ঘটানো। বাংলা ভাষার প্রযুক্তিগত ব্যবহার ও প্রয়োগে সবাইকে এগিয়ে আসতে হবে।

আগামীকালের অনুষ্ঠানসূচি

অমর একুশে গ্রন্থমেলার অষ্টম দিন বুধবার বিকাল চারটায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে সরদার জয়েনউদ্দিনের জন্মশতবার্ষিকী শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ। আলোচনায় অংশ নেবেন কথাসাহিত্যিক হরিশংকর জলদাস, অধ্যাপক বায়তুল্লাহ কাদেরী এবং মোবাশ্বিরা ফারজানা মিথিলা। সভাপতিত্ব করবেন ড. মোহাম্মদ জয়নুদ্দীন। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এই সংক্রান্ত আরো সংবাদ

আহা চিকুনগুনিয়া !

ঈদের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে মেঝেতে পা দিয়ে আমিবিস্তারিত পড়ুন

‘দৃষ্টিশক্তি থাকা, কিন্তু জীবনে লক্ষ্য না থাকা অন্ধত্বের চেয়েও খারাপ’

চক্ষু, কর্ন, জিহবা, নাসিকা, ত্বক – মানুষের এই পাঁচটি ইন্দ্রিয়েরবিস্তারিত পড়ুন

ধর্ষিতা মেয়েটির গল্প

পারিনি সেদিন নিজেকে শোষকদের হাত থেকে রক্ষা করতে, পারিনি সেদিনবিস্তারিত পড়ুন

  • যা হবে কবিতা লিখে…!
  • কাটাপ্পা বাহুবলির পর এইবার হিরো আলম ড্রেস?
  • দর্শক যেভাবে বুঝলেন যে মাশরাফির স্ত্রী ক্রিকেট খেলেন না!
  • ‘‘আজকাল আইসিসির সহযোগিতা ছাড়া মাশরাফি-তামিমদের বিপক্ষে জেতা যায় নাকি’’
  • গরু খোঁজা (একটি গল্প)
  • যেসব খাতে ভ্যাট বসানো অতি জরুরি
  • ভাড়া ১০০ টাকা, ভ্যাট-ট্যাক্স মিলে ২৪০!
  • দুদকের হয়ে কেস লড়তে চান কেডি পাঠক
  • শততম টেস্টে আম্পায়ার কেন ওই রকম করলেন?
  • রিক্সা চালাই বিয়ে করেছিলাম, আমার মতই এক গরীবের মেয়েকে বউ করে এনেছিলাম —
  • নারীর দাস জীবন এবং একজন সাদিয়া নাসরিন
  • আজকের এ দিনে রক্তে রঞ্জিত হয়েছিলো ঢাকার রাজপথ