‘বইলেন না মামা, এদেরকে পাঁচ টাকা দিলেও না করে না’
রাজধানীর কাওরান বাজার মোড়। সোমবার সকাল ৭ টা ৩০ মিনিট। ভ্যানে করে কাঁচামাল নিয়ে যাচ্ছেন এক ব্যবসায়ী। শোনারগাঁও হোটেলের সামনের রাস্তার পূর্ব দিক। এখান দিয়েই কাঁচা তরকারি ভর্তি ভ্যান নিয়ে যাচ্ছিলেন এক ব্যবসায়ী। একটু পরই দেখা গেল সেখানে অবস্থানরত ট্রাফিক পুলিশের হাতে কি যেন গুজে দিলেন আশরাফুল নামের ঐ ব্যবসায়ী। একটু সামনে যেতেই জিজ্ঞেস করলাম, কী দিলেন? উত্তরে সে বলল ‘আর বইলেন না মামা, এদেরকে পাঁচ টাকা দিলেও না করে না। দুই বছর ধরে কাঁচা মালের ব্যবসা করি। প্রতিদিন এখান থেকে মাল নিয়ে যাওয়ার সময় এদেরকে পাঁচ টাকা থেকে বিশ টাকা করে দিয়ে যাচ্ছি। না দিলে যেতে দেয় না। বলে এটা ভিআইপি রোড। এখান দিয়ে যাওয়া যাবে না।এদেরকে যা দেই তাই নেয়’।
এ রকম দৃশ্য রাজধানীর প্রতিটি মোড়ে মোড়ে। যেখানে ইউ টার্ন নিষেধ সেখানে ট্রাফিক পুলিশকে ২০ থেকে ৫০ টাকা ধরিয়ে দিয়ে সহজেই ইউটার্ন নিয়ে নেন চালকরা। এতে করে বিভিন্ন মোড়ে মোড়ে যানজটের সৃষ্টি হয়। এতে করে সমস্যায় পড়েন সাধারণ মানুষ।
দেখা গেছে, বিভিন্ন ট্রাফিক সিগন্যালে তীব্র যানজট থাকার পরও সেদিকে খেয়াল না করে সার্জেন্ট গাড়ির কাগজপত্র দেখায় ব্যস্ত থাকেন। অভিযোগ রয়েছে, অযথাই গাড়ি থামিয়ে কাগজপত্র চেক করার নামে কতিপয় সার্জেন্ট পয়সা কামানোর ধান্ধায় থাকেন। পেশাগত ক্ষেত্রে দীর্ঘদিন মূল্যায়ন না থাকায় অনেকটা হতাশা থেকেই এমনটা ঘটছে বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশের একাধিক সদস্য।
জানা গেছে, ১৫ বছর আগে সার্জেন্ট হিসেবে এই পেশায় যোগ দিয়ে এখনও সেই একই পদে বহাল রয়েছেন অনেকে। ফলে ওই সব সার্জেন্টরা চরম মনোকষ্টে ভুগছেন। পরিবার নিয়ে চলাই তাদের এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই কোন উপায়ান্তর না পেয়ে তারা অবৈধ এসব কাজ করছে।
কর্মক্ষেত্রে যথাযথ মূল্যায়ন না থাকা ও সুযোগ-সুবিধা কম পাওয়াটাকেই দায়ী করছেন কিছু কিছু সাধারণ মানুষ।
ট্রাফিক পুলিশের যারা রাস্তায় কাজ করেন তাদের বিড়ম্বনা সবচেয়ে বেশি। ট্রাফিক আইন ভাঙার প্রবণতা প্রায় সবার মধ্যেই কাজ করে। যত অপবাদই থাকুক ট্রাফিক পুলিশকে রাস্তায় কাজ করে যেতে হয় প্রতিনিয়ত।
এই সংক্রান্ত আরো সংবাদ
উত্তর প্রদেশে মাদ্রাসা চালু রাখতে বাধা কেটে গেল
ভারতের উত্তর প্রদেশে ২০০৪ সালে তৎকালীন রাজ্য সরকারের তৈরি মাদ্রাসাবিস্তারিত পড়ুন
সোহরাওয়ার্দী উদ্যানের পাশে মাজারে হামলা, দানবাক্স উধাও
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের পাশের হয়রত হাজী খাজা শাহবাজ (রাহ:) এরবিস্তারিত পড়ুন
সরকারি চাকরিজীবীদের জন্য ৯ নির্দেশনা
রাজনৈতিক পট পরিবর্তনের পর সরকারি কর্মচারীদের বিব্রতকর পরিস্থিতি এড়াতে সতর্কবিস্তারিত পড়ুন