বউয়ের এক ফোনেই স্বরুপে দেখা দিলেন ডি ভিলিয়ার্স

ক্রিকেটবিশ্ব এবি ডিভিলিয়ার্সকে চেনে তার খুনে মেজাজের ব্যাটিং স্টাইলের জন্যই। একা হাতে যে কোনও ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন যখন তখন। দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যানকে সমীহ করেন সকলেই। পিঠের চোটের জন্য দশম আইপিএল-এর শুরুর দুটো ম্যাচ খেলতে পারেননি এবি। কিন্তু গতকাল তিনি মাঠে প্রত্যাবর্তন করে বুঝিয়ে দিলেন, কেন তিনি ক্রিকেটের ‘সুপারম্যান’।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যদিও ম্যাচটা জিততে পারেনি। কিংস ইলেভেন পঞ্জাব ৮ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে। ইন্দোরের হোলকার স্টেডিয়াম সাক্ষী থাকল এবি’র মস্তানির। ৪৬ বলে ৮৯ রানে অপরাজিত থাকলেন ডি ভিলিয়ার্স। ৩টি চার ও ৯ টি ছক্কা হাঁকালেন তিনি। এবি তার এই রাজকীয় ইনিংসের জন্য স্ত্রী ড্যানিয়েলকে ধন্যবাদ জানাচ্ছেন। বউয়ের কথাতেই নাকি তার এই মনের জোর ফিরে পাওয়া।
ডিভিলিয়ার্স বলছেন, “শেষ কয়েক দিন ধরেই মনের জোর পাচ্ছিলাম না। এরকম নয় যে, একজন ব্যাটসম্যান এক রাতেই খারাপ হয়ে যায়। কেমন একটা সংশয়ের মধ্যে ছিলাম। ম্যাচের আগের রাতেই আমার স্ত্রীকে ফোন করে সবকিছু বললাম। ও তখন আমার ছেলের সঙ্গেই শুয়েছিল। নিজেকে চাঙ্গা করার জন্য আমি ওর থেকে পরামর্শ চাইলাম। ও আমাকে মাথা ঠান্ডা রেখে খেলতে বলল। আর এর সঙ্গে বলেও দিল যে, ম্যাচের দিনই ও ভারতে আসছে। এটাই আমাকে অনুপ্রেরণা দিয়েছিল ভালো খেলার। ”
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন