বউয়ের বই বেস্টসেলার, সাক্ষী অক্ষয়কুমার
বউ বেস্টসেলার লেখিকা-রাস্তায় যেতে তা টের পেলেন সুপারস্টার অক্ষয়কুমার৷ নিজের গাড়িতে বসে দেখলেন রাস্তার ফেরিওয়ালা বিক্রি করছে তাঁর স্ত্রী টুইঙ্কল খান্নার লেখা বই ‘মিসেস ফানিবোনস’৷
অভিনেত্রী হিসেবে নিজেকে সরিয়ে নেওয়ার পর নানা কাজে ব্যস্ত ছিলেন টুইঙ্কল খান্না৷ তবে সাম্প্রতিক সময়ে তিনি আবার খবরেরে শিরোনামে আসেন তাঁর জনপ্রিয় কলামের দৌলতে৷ কলামলেখক হিসেবে তাঁর রাতরাতি জনপ্রিয়তা যে কোনও ফিল্মস্টারকেও যেন ছাপিয়ে যেতে থাকে৷ সমাজের নানা বিষয় নিয়ে লিখতেন টুইঙ্কল৷ আর তাঁর লেখার ইউএসপি ছিল স্বভাবসিদ্ধ হিউমার৷
রসিকতার মোড়কে অনেক গভীর কথাও সহজ করে বলতে পারতেন তিনি৷ তেমনই তাঁর লেখা জুড়ে চিল এক ঘরোয়া উপস্থাপনা৷ গ্ল্যামার দুনিয়ার অন্যতম বাসিন্দা হয়েও টুইইঙ্কলের দৃষ্টিভঙ্গী কখনওই আকাশছোঁয়া ছিল না, বরং তা ছিল মাটির কাছাকাছি৷ তাঁর সাহসী কলমের জনপ্রিয়তা তাই উত্তরোত্তর বাড়তে থাকে৷
স্বামী অক্ষয়ই ছিলেন তাঁর সব লেখার প্রথম পাঠক৷ কিছুদিন আগে এক সাক্ষাৎকারে অক্ষয়জানিয়েছিলেন, অনেক লেখা নিয়ে তিনি মতামত দিয়েছেন৷ সেইমতো সম্পাদনাও করেছিলেন টুইঙ্কল৷ সেই লেখার সংকলন প্রকাশিত হয়েছিল কিছুদিন আগে৷ আজ তা বেস্টসেলার তকমা পেয়ে বিকোচ্ছে রাস্তায়৷ গাড়িতে বসে সেই সাফল্যের আঁচ পেলেন স্বয়ং অক্ষয়৷
প্রতি লেখকের কাছেই এ দৃশ্য স্বপ্নের৷ কিছুদিন আগেই আর এক জনপ্রিয় লেখক চেতন ভগত একইরকম এক ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়৷ তাঁর কাছেই তাঁর লেখা বই বিক্রি করতে এসেছিলেন এক ফেরিওয়ালা৷ প্রায় একই অভিজ্ঞতা অক্ষয়েরও৷ তিনি অবিশ্যি লেখক নন৷ কিন্তু আত্মজনের এ সাফল্যের আনন্দই যে আলাদা, তাই এদিন জানিয়ে দিয়েছেন অক্ষয়৷
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন