বউ বাড়িতে না থাকলে কী করেন কর্ণ গ্রোভার
বিপাশা আর কর্ণ গ্রোভারের মধ্যে প্রেম কতটা তা ওঁদের ছবি দেখলেই বোঝা যায়। কিন্তু বউ বাড়িতে না থাকলে কর্ণ যা করেন তা শুনলে চমকে যাবেন। মাত্র পাঁচ মাস বিয়ে হয়েছে কর্ণ গ্রোভার আর বিপাশা বসুর। এখনো তাই গভীর প্রেমের রেশটুকু রয়ে গেছে সম্পর্কে। বিয়েটা এখনো পুরনো হয়ে যায়নি। তাই হয়তো বউয়ের জন্য একটু বেশিই মন কেমন করে কর্ণের। বিপাশা বাড়িতে না থাকলে কর্ণের খুবই ফাঁকা ফাঁকা লাগে। একটি গসিপ ম্যাগাজিন সূত্রের খবর, বিপাশাকে ছাড়া একা একা ঠিকমতো নাকি ঘুমাতে পারেন না কর্ণ।
বিপাশা যখন কাজের সূত্রে বা অন্য কোনো কারণে বাড়ি থেকে দূরে থাকেন, তখন কর্ণ বিপাশাকে এতটাই মিস করেন যে তাঁর ঘুম আসতে চায় না। তাই তখন তিনি গান রেকর্ড করে বিপাশাকে পাঠান এটা জানাতে যে কতটা মন কেমন করছে তাঁর। এসব দেখে বিপাশার ঠিক কী মনে হয় তা অবশ্য জানা যায়নি।
কর্ণ আরও বলেছেন যে বিপাশা নাকি এখনো যতটা না স্ত্রীর মতো তার চেয়েও বেশি প্রেমিকার মতোই। ছেলেমানুষি প্রেমে তাই দু’জনেই মজে আছেন এখনো। সূত্র: এবেলা
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন