বক্স অফিসে এগিয়ে আছেন ডিপজল
দীর্ঘদিন পর পর্দায় ফিরে বাজিমাত করছেন এক সময়ের খল অভিনেতা ডিপজল। ৮ এপ্রিল মুক্তি পেয়েছে তার অভিনীত জাকির হোসেন রাজু পরিচালিত ছবি ‘অনেক দামে কেনা’। একই দিন মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সাফিউদ্দিন সাপি পরিচালিত ছবি ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-২’।
মুক্তির প্রথম দিন সমানে সমানে টেক্কা দিলেও দ্বিতীয় দিন এসে পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-২ এর দর্শক সমাগম কমে যায়। এর কারণ জয়া আহসান। শাকিব ভক্তরা প্রথম দিনেই ছবিটি দেখে ফেলেন। ফলে নতুন করে আর দর্শক টানতে পারছেন না এ ছবি। অন্যদিকে ডিপজলের ভক্তরা দীর্ঘদিন পর তাদের কাক্সিক্ষত অভিনেতাকে দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েন।
তৃতীয় দিন প্রেক্ষাগৃহগুলোতে একই অবস্থা বিরাজ করতে দেখা গেছে। তবে এর সম্পূর্ণ কৃতিত্ব ডিপজলের। কারণ ছবিতে তার উপস্থিতির কারণেই দর্শক সমাগম বেশি বলেই জানিয়েছেন হল মালিকরা। ভক্তরা শুধু তাদের প্রিয় অভিনেতাকে দেখার জন্যই এ ছবি দেখতে এসেছেন। ছবির নায়িকা মাহি ভক্তদেরও বেশ উচ্ছ্বসিত দেখা গেছে।
কেউ কেউ ছবিটি নকল বলে মন্তব্য করলেও পরিচালক জাকির হোসেন রাজু আগে থেকেই জানিয়ে রেখেছেন, অনেক দামে কেনা ছবিটি বলিউডের ‘সিটিলাইট’ গল্প থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে। তারপরও পরিচালকের মুন্সিয়ানায় দীর্ঘদিন পর একটি ভালো ছবি দেখতে পেয়ে দর্শকরা বেশ সন্তুষ্ট বলেই জানা গেছে।
অন্যদিকে এ ছবিটি নিয়ে নির্মাতা প্রতিষ্ঠান জাজের বিরুদ্ধে অভিযোগও ঠুকেছেন ছবির দ্বিতীয় নায়িকা তানহা মৌমাছি। তিনি দাবি করেন, ছবিতে ‘সূর্য ডুবে গেলে সব অন্ধকার’ শিরোনামের একটি গানে ডিপজলের সঙ্গে পারফর্ম করেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তার গানটি বাদ দিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান একই গানে বাপ্পি সাহা ও মাহিকে দিয়ে পারফর্ম করিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন