শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

”বখাটেদের চিহ্নিত করাই ছিল আমার উদ্দেশ্য”

প্রায় ত্রিশ বছর ধরে বাংলা নববর্ষ উদযাপনে ছেলে-মেয়েরা তুমুল আনন্দে গেয়ে আসছে জনপ্রিয় শিল্পী মাকসুদের গাওয়া ‘মেলায় যাইরে’ গানটি! সম্প্রতি গানটির কিছু শব্দ, কথা নিয়ে উঠেছে তুমুল বিতর্ক। অনেক নারীবাদী সংগঠন থেকে শুরু করে সুশীল সমাজেরও কেউ কেউ এই জনপ্রিয় গানটির কিছু কথা পরিবর্তনের দাবী তুলছেন। আর নিজের গান নিয়ে হঠাৎ চারদিকে সমালোচনা ছড়িয়ে পড়ায় চুপ করে থাকতে পারেননি শিল্পী ও কবি মাকসুদ। বললেন, যে ‘বখাটে’ শব্দটিকে নব্য নারীবাদী গোষ্টি ‘আপত্তিকর’ বলে দাবী তুলছেন ওই শব্দটি দিয়েই তিনি বাংলার কুলাঙ্গারদের চিহ্নিত করতে চেয়েছেন!

গানটি লিখেছিলেন ১৯৮৮ সালে। এরপর থেকে গত প্রায় ত্রিশ বছর ধরে বাংলার মানুষের মুখে মুখে ফিরেছে গানটি। অথচ হঠাৎ করে গানের শব্দ পরিবর্তন করার দাবীকে অযৌক্তিক বলে দাবী করে মাকসুদ বলেন, ‘১৯৮৮তে গানটি লেখার সময় এই শব্দ(বখাটে) ব্যবহার করতে বাধ্য হয়েছিলাম। কারণ ভদ্র ভাষায় এই সকল কুলাঙ্গার দানবদের সনাক্ত করতে এর চেয়ে ‘শক্ত গালি’ আমার কাছে ছিল না।’

তিনি কেন গানে বখাটে শব্দটি ব্যবহার করেছেন, তারও যুক্তি দিয়েছেন মাকসুদ। গানে গানে বখাটেদের চিহ্নিত করায় তার উদ্দেশ ছিল জানিয়ে তিনি জানান, ‘সব ‘ছেলে’ বখাটে না, এবং ১৬ কোটি মানুষের এই দেশে বখাটের সংখ্যা খুব বেশি হলে কয়েক হাজার। এদেরকে সরাসরি চিহ্নিত করাই ছিলো আমার উদ্দেশ্য। এবং ‘বখাটে’ অর্থ ‘দুষ্ট’ না| ‘দুষ্ট’ বলেও ২০১৫ দুঃখজনক ঘটনার পর এক মহল এদের ‘জায়েজ’ করার চেষ্টা চালাচ্ছে। ‘রাজাকার’ শব্দ কর্তন করে যেমন রাজাকার বিরোধী আন্দোলন সম্ভব না – একই ভাবে এই গানটির মেসেজ ‘বখাটে’ বাদ দিয়ে কেবল অনর্থই দাড়াবে’।

যারা ‘মেলায় যাইরে’ গানটিতে হঠাৎ করে দীর্ঘদিন পর এসে ‘বখাটে’ শব্দটিকে নিতে পারছেন তাদেরকে তথাকথিত ‘প্রগতিশীল’ ও নব্য ‘নারীবাদী’ আখ্যা দিয়ে মাকসুদ বিচলিত নন জানিয়ে বলেন, ‘এই ‘গালি’ যারা হজম করতে পারছে না, তারা এবং কিছু তথাকথিত নব্য ‘প্রগতিশীল’ ‘নারীবাদি’ রা এই ফালতু ‘ক্যাম্পেইন’ করছে কেবলই আমাকে ‘পেইন’ দিতে। তাতে কোনো লাভ নেই। আমি মোটেও বিচলিত নই। কারণ আমার দেহে এর চেয়ে অনেক ‘শক্ত পেইন কিলার’ আছে এবং সব সময় থাকবে।’

তবে এত কেম্পেইন আর বিভিন্ন ফোরাম থেকে তার গানে শব্দ পরিবর্তনের দাবীকে নাকচ করে দিয়ে মাকসুদ বলেন, খুব কষ্ট পেয়েছি এই যাত্রা বাঙালির ‘সৃষ্টিশীলতার’ করুন অবস্থা দেখে। ‘শব্দ/লাইন পরিবর্তন’ এর দাবি উঠেছে কিন্তু এর পরিবর্তে কি শব্দ/লাইন হতে পারে তার অত্যন্ত দুর্বল নমুনা এসেছে বহু জায়গা থেকে, বহু ফোরাম থেকে। তাই আমার গানের লাইন অপরিবর্তিত রেখে একটা কাউন্টার কেম্পেইন হতে পারে- ‘ললনারা দৌড়ান দিলে, বখাটেদের রেহাই নাই।’

প্রসঙ্গত, ‘বখাটে ছেলের ভিড়ে ললনাদের রেহাই নাই’ লাইনটির পরিবর্তন করার দাবি উঠেছে সর্বশেষ পহেলা বৈশাখে। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ফেস্টুন প্ল্যাকার্ড হাতে ‘মেলায় যাইরে’ গান থেকে ওই লাইনটি বাদ দেয়ার আহ্বান জানান তারা।

এই সংক্রান্ত আরো সংবাদ

সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা

শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন

শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে

আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন

আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?

গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন

  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত
  • এবার পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান
  • বুবলী আগে থেকেই বিবাহিত, সেখানে একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি
  • এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা
  • অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন
  • এক রোমাঞ্চকর অসমাপ্ত ভ্রমণ গল্প
  • পরীমণিকে আদালতে হাজির হতে সমন
  • শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের জায়গা নেই: বুবলী
  • সিনেমা মুক্তি দিতে হল না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নায়ক
  • বিশাখাপত্তনমে কয়েকদিন