বখাটের হামলায় এক নবম শ্রেনীর স্কুল ছাত্রীর মৃত্যু
নরসিংদীর মনোহরদীতে বখাটের হামলায় আফরোজা আক্তার স্বপ্না নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। বখাটে সজীব গ্রেফতার হলেও তার সহযোগীরা স্বপ্নার পরিবারকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছে পরিবারের সদস্যরা।
নরসিংদীর মনোহরদী উপজেলার নোয়াকান্দী হাজী আলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী স্বপ্না। গত ৬ মাস ধরে তারাকান্দী গ্রামের রুহুল আমিনের ছেলে সজীব, স্বপ্নাকে উত্যক্ত করছিলো। গত বৃহস্পতিবার কোচিংয়ে যাওয়ার পথে বখাটে সজীব তাকে কুপিয়ে আহত করে।
মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার ৫দিন পর মৃত্যু হয় স্বপ্নার। স্বপ্নার মা বলেন, আমার সোনারে যারা আমার বুকের থেকে কেড়ে নিয়েছে আমি তাদের বিচার চায়।
হুমকি দেওয়ার অভিযোগ এনে স্বপ্নার বড় বোন বলেন, এখন তারা আমার ভাইরে হুমকি দিচ্ছে, তাকে কেটে বস্তায় পুরবে এবং অনেক ক্ষয়-ক্ষতি করবে। এ ঘটনায় স্কুলের শিক্ষক সাইফুল ইসলাম বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ করেছে নিহত স্বপ্নার পরিবার।
অভিযোগ স্বপ্নার বড় ভাই বলেন, স্যারকে আমরা জানিয়ে ছিলাম। কিন্তু তিনি তো কোন ব্যবস্থা নেনই নাই বরং স্বপ্নকে এমন কথা বলছে যে, সে বাড়ি এসে আত্মহত্যার চেষ্টা করেছে।
অভিযুক্ত শিক্ষক সাইফুল ইসলাম তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, এটা আমার অবহেলা হতে পারেনা। কেননা আমি স্কুলের প্রধান শিক্ষকও না আবার সভাপতিও নই।
বিদ্যালয় পরিচালনা কমিটির সাথে আলোচনা করে দোষী শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক ফজর আলী বলেন, যারা প্রাইভেট পড়ায় নিজ নিজ দায়িত্বে পড়ান। এটা আমার দায়িত্ব না। তারপরও শনিবার আমি মিটিং ডেকেছি। মিটিংয়ের পরই সিদ্ধান্ত হবে।
বখাটে সজীবকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে ঘটনার সঙ্গে জড়িতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। মনোহরদী থানার ওসি আলমগীর হোসেন বলে, অবশ্যই আমরা দেখবো এ হত্যার ব্যাপারে কেউ ইন্ধোন জুগিয়েছে কিনা। আর স্কুল কিংবা শিক্ষক যেই হোক আমরা তাকে গ্রেফতার এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিবো। এদিকে স্বপ্না হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছে তার পরিবার ও এলাকাবাসী।
এই সংক্রান্ত আরো সংবাদ

নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
নিজস্ব সংবাদদাতা: নরসিংদী জেলাধীন ভাঙ্গা এলাকার অধিবাসী ব্যবসায়ী জনাব মুস্তাকবিস্তারিত পড়ুন

নরসিংদীর লটকন দেশের চাহিদা মিটিয়ে এখন রপ্তানি হচ্ছে বিদেশে
নরসিংদীর শিবপুর উপজেলায় এ বছর ১৬ শতক হেক্টরে লটকন চাষবিস্তারিত পড়ুন

নরসিংদীতে ট্রাক-প্রাইভেট কার সংঘর্ষ, ওসিসহ নিহত ২
নরসিংদীতে ট্রাক ও প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে হাইওয়ে থানার ওসিসহবিস্তারিত পড়ুন