বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ জনের মৃত্যু, আহত ৩০

বগুড়ায় রথযাত্রার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত ২৫ থেকে ৩০ জন।
রবিবার বিকাল সোয়া পাঁচটায় বগুড়া শহরের সেউজগাড়ী আমতলা মোড়ে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওয়ালিউল্লাহ।
নিহতরা হলেন, অলোক, আতশী রানী, রঞ্জিতা, নরেশ মোহন্ত এবং অজ্ঞাত এক নারী।
বিকাল ৫টায় সেউজগাড়ী ইসকন মন্দির থেকে রথযাত্রাটি বের হয়। পথিমধ্যে সেউজগাড়ী আমতলা মোড় এলাকায় রথের চূড়াটি রাস্তার উপর থাকা হাইভোল্টেজের বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। রথের চূড়া স্টিলের হওয়ায় বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে তারে আগুন লেগে যায়। এ সময় রথে থাকা এবং আশপাশের অন্তত ২৫ থেকে ৩০ জন আহত হন।
পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর ৪ জন মারা যান। অন্যদিকে মোহাম্মদ আলী হাসপাতালে মারা যান একজন।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওয়ালিউল্লাহ বলেন, ‘রথযাত্রার সময় রথের চূড়াটি বিদ্যুতের তারের সংস্পর্শে এলে এ ঘটনা ঘটে।
এই সংক্রান্ত আরো সংবাদ

নাহিদ: আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগীদের কাছে ৫ আগস্ট অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা
গত ১৬ বছর যারা আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগী হয়েছেন তাদের কাছেবিস্তারিত পড়ুন

দেশে গ্যাস অনুসন্ধানে মস্কোর সহযোগিতা চায় ঢাকা
রাশিয়ার প্রতিষ্ঠান গ্যাজপ্রম বাংলাদেশের সমুদ্র ও সমতল এলাকায় আরও গ্যাসবিস্তারিত পড়ুন

ঈদের চাঁদ দেখা নিয়ে যে আহ্বান জানালো সৌদি আরব
শেষের পথে সারাবিশ্বের মুসলমানদেরে পবিত্রতম মাস রমজান। অপেক্ষা ঈদ-উল-ফিতরের। রমজানবিস্তারিত পড়ুন