বঙ্গদেশে অস্ট্রেলিয়ান ক্রিকেট পাগল!
ক্রিকেটপাগল? না ঠিক ক্রিকেটপাগল বললে ভুল হবে। কথাবার্তা শুনে মনে হল, টেস্ট-পাগল! নিজ দেশের সতর্ক বার্তা উপেক্ষা করে চলে এসেছেন বাংলাদেশে। এখানে-সেখানে মনের মতো করে ঘুরছেন। কক্সবাজারের সমুদ্র সৈকতে যাচ্ছেন। আর হ্যাঁ, আসল কাজটা বাদ দিচ্ছেন না। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তামিমের শতক দেখেছেন ‘মুগ্ধ’ হয়ে।
ভদ্রলোকের নাম জ্যাক অ্যানড্রজিজসজেক। নামের শেষাংশ জটিল হলেও লোকটা ভোলাভালা। সরকারি চাকুরে। ছুটি পেলেই বিভিন্ন দেশ ঘুরতে বের হন। টেস্টের গন্ধ পেলেই সেখানে ছুট দেন।
জ্যাক অস্ট্রেলিয়াতে বসেই শুনেছিলেন স্বদেশী ক্রিকেটাররা বাংলাদেশে যাবেন না। সফর স্থগিতের চূড়ান্ত ঘোষণা দেয়ার একদিন আগেই ঢাকার বিমানে ওঠেন। সেখান থেকে কক্সবাজার হয়ে এখন আছেন চট্টগ্রামে।
তামিমের সেঞ্চুরি দেখে বললেন, ‘দারুণ একটা সেঞ্চুরি করল তামিম। প্রথম দিন থেকেই মাঠে আসছি। বৃষ্টিতে কিছুক্ষণ খেলা বন্ধ থাকলেও লড়াইটা ভালো হচ্ছে।’
জ্যাক শুধু এসব বলেই থামেননি। পোড় খাওয়া ক্রিকেটবোদ্ধার মতো বললেন, ‘বাংলাদেশের জন্য এটা ভালো লক্ষণ। কারণ তাদের ঘরোয়া ক্রিকেটটা শক্তিশালী হওয়া প্রয়োজন।’
‘এখানে অনেক কিছু করার আছে। আমি আগেও এখানে এসেছি। নিজের মতো করে এনজয় করছি। অবশ্যই কিছুটা সতর্ক হতে হবে। তবে এই মুহূর্তে আমি কোনো সমস্যা দেখছি না।’ বলেন জ্যাক।
২৮ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। কিন্তু নিরাপত্তার অজুহাত দেখিয়ে সফর বাতিল করে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই সঙ্গে বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের বাংলাদেশে সতর্কতার সঙ্গে চলাচল করতে নির্দেশ দেয়।
সব কিছু উপেক্ষা করে জ্যাক বাংলাদেশে এসে বলছেন সব দেশের বিপক্ষে অস্ট্রেলিয়াকে টেস্ট খেলতে দেখাই তার জীবনের শখ, ‘বেঁচে থাকতে ইচ্ছাটা পূরণ করতে চাই।’
৪৩ বছর বয়সী জ্যাক আলাপকালে আরো বললেন, শুধু বাংলাদেশ নয় পাকিস্তানে যেতেও তার ভয় হয় না, ‘পাকিস্তান-জিম্বাবুয়েতে নিয়মিত যাই। ক্রিকেট আর ঘোরাফেরা আমার প্রাণ।’
এবার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টেস্ট দেখতে না পারলেও জ্যাক আবার বঙ্গদেশে আসতে চান, ‘যখন পুনরায় সফর চূড়ান্ত হবে, তখন নিশ্চয়ই আমি আসব।’ জ্যাকের কথায় ভয়ের বিন্দুমাত্র লক্ষণ খুঁজে পাওয়া যায় না। কথার ফাঁকে ১৩৭ রানের মাথায় সাজঘরে ফেরেন তামিম। জ্যাক বলে ওঠেন, ‘ঈশরে, ডাবলটা মিস করল।’
ক্রিকেটপাগল জ্যাকরা কেন এত সুন্দর হয়? কথাটা বলি-বলি করে আর বলা হল না জ্যাককে। তামিম আউট হওয়ার পর কোথায় যেন পা বাড়ালেন তিনি। যাওয়ার আগে বলে গেলেন, ‘হয়তো আবার দেখা হবে…।’
তথ্য: ডেইলি স্টার, অনুলিখন: অমৃত মলঙ্গী
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন