বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি পদদলিতের অভিযোগে মেয়রের বিরুদ্ধে মামলা
বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি পদদলিত করার অভিযোগে বাগেরহাটের মংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জুলফিকার আলীর বিরুদ্ধে মামলা হয়েছে।
একই সঙ্গে মামলায় আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
শনিবার রাতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইস্রাফিল ইজারদার এ মামলা দায়ের করেন।
মামলার পর মো. হাসান (২৪) নামে মংলা পৌরসভার এক কর্মচারীকে আটক করেছে পুলিশ। রোববার বিকালে তাকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
ইস্রাফিল ইজারদার জানান, আগামী ২৭ মার্চ যুবলীগের সম্মেলনকে কেন্দ্র করে পদ প্রত্যাশী নেতাকর্মীরা পৌর শহরের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সংবিলিত ব্যানার ও ফেস্টুন টানান। গত ২২ মার্চ সকাল ১১টার দিকে পৌর মেয়র জুলফিকার আলী তার লোকজন নিয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সংবিলিত ব্যানার-ফেস্টুন ছিড়ে তা পদদালিত করেন।
মামলার এজাহারে বলা হয়, পৌর মেয়র যুবলীগের সম্মেলন বাধাগ্রস্ত করতে সুপরিল্পিতভাবে ওই সকল পোস্টার ও ব্যানার ড্রেনের ময়লা আবর্জনার স্তুপে ফেলে দেয়। এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বিভিন্ন প্রকার কটুক্তি করেন।
মংলা থানার ওসি মো. লুৎফর রহমান জানান, আসামিদের গ্রেফতারে চেষ্টা করছে পুলিশ।
এর আগে শনিবার সন্ধ্যায় পৌর মেয়রকে গ্রেফতারের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।
পৌর মেয়র জুলফিকর আলী মোবাইল ফোনে জানান, তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলাটি দায়ের করা হয়েছে।
তিনি জানান, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত কোনো পোস্টার ও ব্যানার ছেড়া ও পদদলিত করার সঙ্গে তিনি জড়িত নন।
এই সংক্রান্ত আরো সংবাদ
বাগেরহাটে নাশকতার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
বাগেরহাটের শরণখোলায় নাশকতার মামলায় জেলা বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছেবিস্তারিত পড়ুন
বাগেরহাটে দুই শিক্ষকের বেত্রাঘাতে অজ্ঞান হয়ে ছাত্র হাসপাতলে
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার এসপি রাশিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্রবিস্তারিত পড়ুন
সরকারি জমি দখলের অভিযোগে আ. লীগ নেতার নামে মামলা
বাগেরহাটের শরণখোলায় সরকারি জমিতে পাকা বহুতল ভবন নির্মাণের অভিযোগে একবিস্তারিত পড়ুন