বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে বেশি করে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির
বেশি করে মুক্তিযুদ্ধ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গবেষণা ও প্রকাশনার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাংবাদিক নাদীম কাদির সম্প্রতি প্রকাশিত ‘মুজিব মানেই মুক্তি’ প্রবন্ধের বইটি রাষ্ট্রপতিকে উপহার প্রদানকালে তিনি এই আহ্বান জানান। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
‘মুজিব মানেই মুক্তি’ বইটি নবগঠিত বঙ্গবন্ধু লেখক এবং সাংবাদিক ফোরাম, ইউকের প্রথম প্রকাশনা। নাদীম কাদির ওই সংগঠনের উপদেষ্টা এবং সম্পাদনা পরিষদের উপদেষ্টা সম্পাদক। সংগঠনের সদস্য-সচিব সুজাত মনসুরের সম্পাদনায় বইটি যাদের লেখায় সমৃদ্ধ হয়েছে তাদের মধ্যে রয়েছেন- ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা, সাংবাদিক-কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, কবি নির্মলেন্দু গুণ, বাংলা একাডেমির মহাপরিচালক সামসুজ্জামান খান, নাট্যাভিনেতা আলী যাকের, কথা সাহিত্যিক সেলিনা হোসেন ও আনিসুল হক।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাহালুল মজনুন চুন্নু, ডাকসুর সাবেক সাহিত্য সম্পাদক কবি জাফর ওয়াজেদ, সিলেটের সিনিয়র সাংবাদিক আল আজাদ, প্রবাসী লেখক-সাংবাদিক ড. আবুল কালাম, নাদীম কাদির, মো. মনির হোসেন, ইমানুজ্জামান মহি, ফকির ইলিয়াস, ময়নুর রহমান বাবুল, আতাউর রহমান মিলাদ, শেবুল চৌধুরী, জুয়েল রাজ, উদয় শংকর দুর্জয়, তওহীদ ফিতরাত হোসেন, এ কে এম আব্দুল্লাহ্, আব্দুর রহিম শামীম ও সাজিয়া স্নিগ্ধা।
বইুট প্রচ্ছদ করেছে অরূপ বাউল এবং মুদ্রণ ব্যবস্থাপনায় রাজীব চৌধুরী চৈতন্য, সিলেট। বইটির ভূমিকা লিখেছেন আবদুল গাফফার চৌধুরী। রাষ্ট্রপতি বইটি উপহার দেয়ার জন্যে নাদীম কাদিরসহ বঙ্গবন্ধু লেখক এবং সাংবাদিক ফোরাম, ইউকের সবাইকে ধন্যবাদ জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ
‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন
৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন
নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













