বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার সাথে ছবি তুলে বহিস্কার হলেন যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি
বঙ্গবন্ধু কন্যা শেখ রেহেনার সঙ্গে ছবি তোলা এবং তার নাতনি লেবার পার্টির এমপি টিউলিপের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে শেখ শামসুদ্দিন আহমেদ শামীমকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি যুক্তরাজ্য শাখার সহ-সভাপতির পদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ দলীয় এই সিদান্ত অনুমোদন করেছেন। গতকাল শুক্রবার যুক্তরাজ্য বিএনপির সহ-দপ্তর সম্পাদক সেলিম আহমেদ সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘটনার বিবরণে জানা যায়, আগামী ৮ জুনের নির্বাচনে ব্রিটেনের লেবার দলীয় এমপি প্রার্থী বঙ্গবন্ধুর নাতনী, শেখ রেহানা কন্যা টিউলিপ সিদ্দিক এর নির্বাচনী প্রচারণায়, লেবার পার্টির সদস্য হিসাবে যোগ দিয়েছিলেন শেখ শামীম। নির্বাচনী প্রচারণা কালীন সময়ে শেখ রেহানার সাথে একটি ছবির দায় নিয়ে তাঁকে দল থেকে অব্যাহতি দিয়েছে যুক্তরাজ্য বিএনপি।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের ইমেজ ক্ষুন্ন এবং দলের স্বার্থ বিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে দলীয় সিদান্ত মোতাবেক জনাব শেখ শামসুদ্দিন আহমেদ শামীমকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি যুক্তরাজ্য শাখার সহ-সভাপতির পদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং দলের প্রাথমিক সদস্য পদ বাতিলের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ প্রেরন করা হয়েছে।
অন্যদিকে শেখ শামসুদ্দিন আহমেদ শামীম শুক্রবার বিকালে পূর্ব লন্ডনে এক সংবাদ সম্মেলনে শেখ শামীম বলেন, আমি যুক্ত্যরাজ্য লেবার পার্টির রাজনীতির সাথে জড়িত। শেখ রেহানা কিংবা টিউলিপ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত নন, কোন পদ পদবী ও নেই। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন অনলাইন পত্রিকায় শেখ রেহানার সাথে আমার ছবি প্রচার করে আমাকে বহিস্কারের সংবাদ প্রচার করা হচ্ছে। যা কোন ভাবেই দলীয় শৃংখলা ভঙ্গের কোন নিয়মে পড়ে না।
শেখ শামীম তাঁর লিখিত বক্তব্যে উল্লেখ করেন বিগত দিনে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধ্বে প্রবাসে আন্দোলন সংগ্রাম করেছেন বলে উল্লেখ করেন এবং দীর্ঘ ২০ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার বর্ণনা দেন।
শেখ শামীম বর্তমান সভাপতি ও সাধারন সম্পাদকের বিরুদ্ধে টাকার বিনিময়ে লন্ডন নর্থ ওয়েস্ট বিএনপির কমিটি দেয়ার ও অভিযোগ করেন। শামীম বলেন, নর্থ ওয়েস্ট বিএনপির কমিটিতে, আওয়ামী লীগের একজনকে সভাপতি করেছেন। যিনি কয়েকমাস আগে ও রাষ্ট্রপতির সাথে ছবি তুলেছেন এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ও প্রকাশিত হয়েছে। তাঁর ব্যাপারে কোন ব্যবস্থা না নিয়ে আমার বিরুদ্ধে এই আক্রোশ কেন?
শেখ শামীম বলেন , আমার বিরুদ্ধে যদি দলীয় শৃংখলা ভঙ্গের কোন অভিযোগ কেউ প্রমাণ করতে পারেন তাহলে আমি নিজেই দল থেকে সরে দাঁড়াব। মনগড়া বক্তব্য দিয়ে দলের ক্ষতি করছেন বলে মনে করেন তিনি
এই বিষয়ে জানতে চাইলে, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, শেখ রেহানার সাথে ছবি প্রচারের জন্য শামীম কে দল থেকে বহিস্কার করা হয়নি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বিষয়গুলো দলীয় ভাবে তদন্ত হচ্ছে , পরবর্তীতে আমরা সংবাদ মাধ্যমেকে ও জানাব।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন