‘বঙ্গবন্ধু জাতি ও স্বাধীনতার প্রতীক’
আওয়ামী লীগের উপদেষ্টা ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতি ও স্বাধীনতার প্রতীক। তার আদর্শ এবং দর্শনের সঠিক প্রয়োগ রাষ্ট্রের সর্বক্ষেত্রে হলে মৌলবাদসহ দেশের যেকেনো সমস্যার সমাধান সম্ভব।’
শুক্রবার (২৬ আগস্ট) বিকেলে ইন্সটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) আয়োজিত দইদিনব্যাপী মাসিক সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে ‘বাঙালির আত্মবিকাশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ শীর্ষক এক আলোচনায় প্রধান অতিথি ছিলেন ড. মহীউদ্দীন খান আলমগীর।
বঙ্গবন্ধুর জীবনের নানা সময়ের স্মৃতিচারণ করে মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের মানুষকে স্বাধীনতার জন্য ধাপে ধাপে তৈরি করেছিলেন। তার ব্যক্তিত্বে বাংলাদেশের স্বাধীনতা সম্পন্ন হয়েছে। তিনি বাংলাদেশের সংবিধানে সকলের জন্য সমান সুযোগ এবং সকলে সমান বিষয়টি প্রতিষ্ঠিত করেছেন প্রথমেই। বিশ্বের কেনো সংবিধানেই এমনটা দেখা যায় না।’
তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিসত্তার বিকাশ ঘটিয়েছেন এবং তিনি যেখানেই গেছেন, যেই সিদ্ধান্তই নিয়েছেন তাতে জাতিসত্তার প্রকাশ ঘটেছে। বাঙালির স্বর্কীয়তার মূর্তমান প্রতীক তিনি।’
জাতির জনক হিসেবে সকল বাঙালি তাকে মেনে নেয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘এই মেনে না নেওয়ার কারনেই দেশের যত দূর্যোগের সৃষ্টি হয়েছে। বিশ্বের অন্য কেনো দেশ তাদের জাতির পিতাকে নিয়ে কটাক্ষ করে কেনো কথা বলে না, কিন্তু আমাদের কেউ কেউ বলে। তাই এই দেশে মীরজাফর আর মীর কাসিমাদেরও আবির্ভাব ঘটেছে। কিন্তু এদের স্থান আর বাংলায় হবে না, যদি আমরা বঙ্গবন্ধুকে এ দেশের মানুষের অধিকারের প্রতীক হিসেবে ধরে নিয়ে তার আদর্শের পথে পথ চলি।’
আলমগীর বলেন, ‘বঙ্গবন্ধু জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছেন। বলেছেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এই মুক্তি হচ্ছে সোনার বাংলা গড়ে তোলা। আর সেটা পারলেই আমরা বলতে পারবো জাতির পিতা আমরা তোমার আদর্শ, নির্দেশ থেকে সরি নাই।’
এই আয়োজনে সভাপতিত্ব করেন আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদ।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন