বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ২১ কিমি দীর্ঘ যানজট

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে ২১ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আজ সোমবার ভোর সাড়ে ৬টা থেকে এ যানজট দেখা দেয়। যানজটের কারণে সকাল সাড়ে ৯টার পরও সেতুর পশ্চিম পাড়ে সয়দাবাদ গোলচত্বর থেকে প্রায় ২১ কিলোমিটার এলাকা পর্যন্ত স্থবির থাকতে দেখা যায়। এতে প্রচণ্ড দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
জানা গেছে, উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী লাইনে যানজট রয়েছে। ভোর থেকেই মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন। তবে সাড়ে ৬টার দিকে প্রায় ১৪-১৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। সোয়া ৯টা নাগাদ এ যানজট প্রায় ২১ কিলোমিটার এলাকা ছাড়িয়ে যায়।
এই তীব্র যানজটের কারণ সম্পর্কে পবঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবিউল ইসলাম জানান, সেতুর তিনটি ওজন স্কেলের মধ্যে একটি বা দুটি বন্ধ রাখার কারণে পণ্যবাহী যানগুলোর দীর্ঘ লাইন পড়ে যায়। ফলে যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ যানজট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন