বাংলাদেশ-অস্ট্রেলিয়া ফুটবল ম্যাচ
বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকায় দোকান বন্ধ থাকবে ২ দিন
অস্ট্রেলিয়ার জাতীয় ফুটবল দলের সঙ্গে বাংলাদেশ দলের ফুটবল খেলা উপলক্ষে আগামী ১৬ ও ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এলাকায় সকল দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ থাকবে।
বাংলাদেশ-অস্ট্রেলিয়া আন্তর্জাতিক ম্যাচের সুষ্ঠু আয়োজন ও নিরাপত্তা নিশ্চিতে বৃহস্পতিবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ফিফা কর্মকর্তা ও অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের বাংলাদেশে অবস্থানকালীন সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা সভায় জানানো হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মীর খুরশীদ আনোয়ারের সভাপতিত্বে সভায় স্বরাষ্ট্র, যুব ও ক্রীড়া, তথ্য এবং পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থা ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
ভারতের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১৩৩ রানের বিশাল ব্যবধানেবিস্তারিত পড়ুন
আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতেবিস্তারিত পড়ুন
খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন