বঙ্গবন্ধু স্যাটেলাইট সিস্টেমের চুক্তি স্বাক্ষর
দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ এবং অন্যতম বৃহত্তম প্রকল্প ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ উৎক্ষেপণের প্রধান কার্যক্রম স্যাটেলাইট সিস্টেম ক্রয়ের ১৯৫১ কোটি ৭৫ লক্ষ টাকা মূল্যের এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বুধবার বেলা ১২টা ১০ মিনিটে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ও ফ্রান্সের থ্যালেস এলোনিয়া স্পেসের মধ্যে এ চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়।
এসময় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান ড. মোঃ শাহ্জাহান মাহমুদ ও ফ্রান্সের থ্যালেস এলোনিয়া স্পেসের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা জ লইক গ্যাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
বঙ্গবন্ধু স্যাটেলাইট’ উৎক্ষেপণ প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় নির্ধারন করা হয়েছে ২হাজার ৬৫২ কোটি টাকা। এরমধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে যোগান দেয়া হবে ১হাজার ৩১৫ কোটি টাকা। বাকি ১ হাজার ৬৫২ কোটি টাকা বিডার্স ফিন্যন্সিং এর মাধ্যমে সংকুলান করা হবে। ২০১৭ সালের ১৬ ডিসেম্বরের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট’ উৎক্ষেপণ করা যাবে বলে আশা করছে বিটিআরসি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তারানা হালিম বলেন, আমরা বর্তমানে স্যাটেলাইট ভাড়া করে চালাচ্ছি। এ স্যাটেলাইট উৎক্ষেপণের পর আমাদের আর ভাড়া করে চালাতে হবে না। ফলে কিছু বৈদেশিক ব্যয় কমে যাবে এবং এটা দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো।
তিনি বলেন, এ স্যাটেলাইটের মাধ্যমে আমরা বছরে ২০০ থেকে ৩০০ কোটি টাকা আয় করতে পারবো। এ স্যাটেলাইটে প্রকল্পে অনেকের কর্মসংস্থান হবে। বর্তমানে এ স্যাটেলাইটের জন্য আমরা যা খরচ করবো তা উৎক্ষেপণের ৬-৭ বছরের মধ্যে উঠিয়ে ফেলতে পারবো।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মোঃ ফয়জুর রহমান চৌধুরীর সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ডাক ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ এমপি প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
নুর ইস্যুতে রনি: তারেক রহমানের সিদ্ধান্তের বাইরে কিছু হবে না
পটুয়াখালী-৩ আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের নুরকে সাংগঠনিকবিস্তারিত পড়ুন
বুধবার ফের অবরোধের ঘোষণা দিয়ে সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা
অধিভুক্তি বাতিল করে আলাদা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রম শুরু করতেবিস্তারিত পড়ুন
৩৮তম বিসিএসের ফল কোটামুক্ত প্রকাশ করতে হাইকোর্টের রুল
৩৮তম বিসিএসের ফল কোটামুক্তভাবে পুনর্মূল্যায়ন করে প্রকাশ করতে রুল জারিবিস্তারিত পড়ুন