বছরের শুরুতেই দুই ছবিতে চুক্তিবদ্ধ মাহিয়া মাহি
নতুন বছরের শুরুতেই একসঙ্গে দুটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। গত মঙ্গলবার রাতে তিনি দুটি ছবিতে চুক্তি স্বাক্ষর করেন বলে জানা গিয়েছে। যদিও গত বছরের শেষের দিকে তার হাতে তেমন কাজ ছিলা না বললেই চলে তবে চলতি বছরের শুরতেই ব্যস্ত হয়ে পড়ছেন এ অভিনেত্রী। নতুন বছরের শুরুতে একসঙ্গে দুটি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার ব্যাপারটি দারুণ উপভোগ করছেন মাহি।
এ প্রসঙ্গে মাহি বলেন, ‘ছবি দুটিতে কাজের ব্যাপারে অনেক দিন ধরেই কথাবার্তা চলছিল। বাকি ছিল শুধু চুক্তি স্বাক্ষর। তাও হয়ে গেল। এখন অপেক্ষা শুধু শুটিংয়ের।’ তিনি আরো বলেন, ‘আমি দারুণ সৌভাগ্যবতী বলতে পারেন। বছরের শুরুতেই ভালো দুজন পরিচালকের কাজের সঙ্গে চুক্তিবদ্ধ হলাম। প্রযোজনা প্রতিষ্ঠানও ভালো। সব মিলিয়ে ২০১৬ সালটা আমার জন্য ভালোই যাবে মনে হচ্ছে।’
যদিও ছবি দুটির নাম এখনো চূড়ান্ত হয়নি বলে জানা গিয়েছে। তবে ছবি দুটির একটি পরিচালনা করবেন বদিউল আলম, অন্যটি তন্ময় তানসেন। এর মধ্যে একটি ছবির শুটিং শুরু হবে এ বছরের মে মাস থেকে। পরের মাসেই শুরু হবে অন্যটির। এর আগে গেল মাসে মাহি ও আরিফিন শুভ ঢাকা অ্যাটাক নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হন। এরই মধ্যে ছবিটির মহরত হয়ে গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন