বছরের শেষটা রাঙিয়ে নেওয়ার সুযোগ মাশরাফিদের
কিউইদের বিপক্ষে আগেই দুই ম্যাচে ব্যর্থ হওয়ার বাংলাদেশের সামনে সুযোগ বছরের শেষটা রাঙিয়ে নেওয়ার। শনিবার ভোরে নেলসনে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ একদিনের ম্যাচ খেলতে ২২ গজের লড়াইয়ে মুখোমুখি হবে মাশরাফিরা। বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। সরাসরি দেখা যাবে বিটিভি ও চ্যানেল নাইনে।
চলতি বছর বাংলাদেশ খুব বেশি ম্যাচ খেলেনি। বিশেষকরে ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে। তারপরও বেশ কয়েকটি সিরিজ ও টুর্নামেন্টে টাইগারদের দুর্দান্ত পারফরম্যান্সে আগের বছরের ছায়া খুঁজে পাওয়া গেছে শেষ হতে যাওয়া এই বছরেও।
কিউইদের বিপক্ষে আগেই দুই ম্যাচে ব্যর্থ হওয়ার বাংলাদেশের সামনে সুযোগ বছরের শেষটাও রাঙিয়ে নেওয়ার। শনিবার ভোরে নেলসনে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ একদিনের ম্যাচ খেলতে ২২ গজের লড়াইয়ে মুখোমুখি হবে মাশরাফিরা। বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। সরাসরি দেখা যাবে বিটিভি ও চ্যানেল নাইনে।
বাংলাদেশের চলতি বছর শুরু হয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-২ ড্র করেছিল ২০১৬ সালে ১৬টি টি-টোয়েন্টি খেলা বাংলাদেশ। যার মধ্যে অবশ্য সাফল্য খুব বেশি নয়, জিতেছে মাত্র ৭টি ম্যাচে।
চলতি বছর বাংলাদেশ ওয়ানডে কম খেলায় গত বছরের মতো এই বছর সাফল্যের হারটা কমে গেছে। আর তাই তো শেষ দিকে এসে সাফল্যের কক্ষপথ থেকে ছিটকে গেছে লাল-সবুজরা। কিউইদের বিপক্ষে ২-০ ব্যবধানে এরই মধ্যে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচটি জিতলে অন্তত বছরের শেষটা রাঙিয়ে নিতে পারবে সফরকারীরা। এ বছর খেলা ৮ ওয়ানডেতে জিতেছে ৩টিতে। পরিসংখ্যান হয়তো তেমন আহামরি কোনও কিছুই ইঙ্গিত দেবে না, ইংল্যান্ডের বিপক্ষে হারা দুটি ওয়ানডে এবং আফগানিস্তানে বিপক্ষে ম্যাচের ফলাফল বাংলাদেশের পক্ষেই আসার কথা ছিল।
সবকিছু পেছনে ফেলে মাশরাফিদের লক্ষ্য এখন শেষ ওয়ানডেতে ভালো করা। আগের ম্যাচে দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাটিংয়ে চমৎকার শুরুর পরও হারতে হয়েছে বাজেভাবে। শেষ ওয়ানডে সেই ভুলগুলো শুধরে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ। সিরিজ হারলেও অন্তত শেষ ম্যাচটি জিতে সফরের বাকি ম্যাচের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে পারবেন সবাই। তা ছাড়া বছরের শেষ ম্যাচ বলে কথা! সমর্থকদের নতুন বছরের জয় উপহার নিশ্চয় দিতে চাইবেন মাশরাফিরা।
মাশরাফিও চাইছেন তাই। বিশেষকরে শেষ ম্যাচটি হারার পর প্রতিজ্ঞা আরও বেড়েছে তার। আর তাই তো বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বলেছেন, ‘শেষ ম্যাচে জয়টা গুরুত্বপূর্ণ। পেশাদার ক্রিকেটার হিসেবে জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই। একটি ম্যাচ জিততে পারলেও বড় কিছু হবে।’
দেখা যাক, কথা রাখতে পারেন কিনা বাংলাদেশ অধিনায়ক!বাংলা ট্রিবিউন
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন