বছরে তিনটি সিনেমা করতে চান শাহরুখ
আর মাত্র কয়েকদিন পরে ৫০ বছরে পা দেবেন শাহরুখ খান। জন্মদিনের আগে নতুন একটি প্রতিজ্ঞায় বলেছেন, বছরে কমপক্ষে তিনটি করে সিনেমা করতে চান তিনি। মৃত্যুর আগে যত বেশি সম্ভব সিনেমা করার প্রত্যয় থাকায় এই সিদ্ধান্ত নিয়েছেন কিং খান বলে খ্যাত শাহরুখ। কাজলের সঙ্গে তার নতুন সিনেমা দিলওয়ালের সেটে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথোপকথনে তিনি বলেছেন, মৃত্যুর আগে আমি যত বেশি সম্ভব সিনেমা করতে চাই। চার পাঁচ বছর হয়েছে যে আমি প্রযোজক হয়েছি। আমরা চেন্নাই এক্সপ্রেস, হ্যাপি নিউ ইয়ার, ওম শান্তি ওম তৈরি করেছি। এটা অনেক সময় নিয়ে নিয়েছে। আমি গত এক বছরে অনুভব করেছি যে যত সিনেমা করা সম্ভব সেটা করছি না। আমি বছরে মাত্র একটি কতরে সিনেমা করছি এবং নিজেকে এই জন্য অলস মনে হচ্ছে।
নতুন নতুন ভূমিকায় কাজ করার ইচ্ছা ব্যক্ত করে তিনি বলেন, আমি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে চাই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছে আমার ৫০ থেকে ৫৫ বছর পর্যন্ত ১৫ টি সিনেমা করবো। আমি ভিন্ন ভিন্ন সিনেমা করবো। আমি বছরে তিনটি সিনেমা করতে চাই। তিনটি যে তিন ধরণের সিনেমা হবে সেটি উল্লেখ করে শাহরুখ বলেন, একটি সিনেমা করবো মনের জন্য, একটা করবো শরীরের জন্য এবং একটি করবো অর্থের জন্য। হিন্দুস্তান টাইমস।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন