বছর শেষে শাকিব-পরীর ‘ধূমকেতু’

বছরের শেষ নাগাদ মুক্তি পাবে চলচ্চিত্র ‘ধূমকেতু’। ছবির মূল ভুমিকায় অভিনয় করেছেন নায়ক শাকিব খান। তাঁর বিপরীতে অভিনয় করেছেন নায়িকা পরী মণি। ছবিটি পরিচালনা করেছেন শফিক হাসান। বর্তমানে ছবিটি সেন্সরে জমা আছে। সেন্সর সার্টিফিকেট পেলে আগামী ডিসেম্বরে ছবিটি মুক্তি দিতে চান ছবিটির পরিচালক শফিক হাসান।
এ প্রসঙ্গে পরিচালক শফিক হাসান বলেন, ‘গত বৃহস্পতিবার ছবিটি সেন্সরের জন্য জমা দিয়েছি। আগামীকাল ছবিটি সেন্সর বোর্ডের দেখার কথা রয়েছে। আশা করি চলতি সপ্তাহেই তাদের অনুমতি পাব। চলতি চছরের শেষ দিকে ছবিটি দর্শকদের জন্য সিনেমা হলে মুক্তি দিতে চাই। সেই পরিকল্পনা সামনে রেখেই আমরা সব কিছু এগিয়ে নিয়ে যাচ্ছি।’
ছবিটি নিয়ে পরিচালক হিসেবে তিনি কতটা সন্তুষ্ট জানতে চাইলে শফিক বলেন, ‘আমি ছবিটি শুরু করেছিলাম প্রায় দুই বছর আগে। সেই হিসেবে আমার সময় বেশি লেগেছে। কিন্তু গল্প বা নির্মাণে আমি কোনো ছাড় দেইনি। গল্পের প্রয়োজনে যেখানে যা দরকার ছিল আমি সেই সবকিছু দিয়েই ছবিটি নির্মাণ করেছি। গানের দৃশ্যায়ন যদিও আমি দেশে করেছি কিন্তু সেটা ছিল যুগোপযোগী। আশা করি দর্শকদের ভালো লাগবে।’
এ ছাড়া এই ছবিতে অভিনয় করেছেন অমিত হাসান, দিতি, আলী রাজ প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন