বজ্রপাতকে জাতীয় দুর্যোগ ঘোষণা
বজ্রপাতে হতাহতের ঘটনাকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে সরকার। এ বিষয়টি জাতিসংঘের পরবর্তী জলবায়ুবিষয়ক সম্মেলনে উত্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সরকারি এ সিদ্ধান্তের কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘বিশ্বব্যাপী জলবায়ুর পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের কারণে বাংলাদেশে বজ্রপাতে হতাহতের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। আগে বছরে দু-একজনের মৃত্যুর ঘটনা ঘটত। কিন্তু গত কয়েক দিনের ব্যবধানে বজ্রপাতে মারা গেছেন ৮১ জন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। বিষয়টি উৎকণ্ঠার। এ বিষয়ে সরকারকে নতুনভাবে ভাবতে হচ্ছে। আমরা বিশেষজ্ঞসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে করণীয় নির্ধারণ করেছি।’
সম্প্রতি বজ্রপাতে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে ১০ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়েছে বলে মন্ত্রী জানান। তিনি বলেন, ‘এরই মধ্যে মন্ত্রণালয় বজ্রপাতে হতাহতের ঘটনাকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে, যাতে দুর্যোগকালে নাগরিকদের সহায়তা করা যায়।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘উন্নত বিশ্বের দেশগুলো থেকে অতিমাত্রায় কার্বন নিঃসরণ হচ্ছে। এতে তৃতীয় বিশ্বের দেশগুলো জলবায়ু ঝুঁকিতে পড়ছে। আর এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। মরক্কোতে অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ুবিষয়ক সংস্থার আগামী সম্মেলনে বাংলাদেশের এই বজ্রপাতের বিষয়টি উত্থাপন করে প্রতিকার চাওয়া হবে।’
সচিব আরো বলেন, ‘বজ্রপাতের সময় একজন নাগরিকের করণীয় কী, সে বিষয়ে মন্ত্রণালয় এরই মধ্যে একটি প্রচারপত্র প্রস্তুত করেছে। আগামী শুক্রবার জুমার নামাজের সময় দেশের সব মসজিদের খতিবরা এই প্রচারপত্র মুসল্লিদের পড়ে শোনাবেন। অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও এই প্রচারপত্র প্রচার করতে দেওয়া হবে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও প্রচারপত্র দেওয়া হবে।’
সচিব জানান, আকাশে ঘনকালো মেঘ দেখা দিলে ৩০ থেকে ৪৫ মিনিটের মধ্যে বজ্রপাত হওয়ার আশঙ্কা থাকে। ওই সময় সবাইকে ঘরে থাকার পরামর্শ দেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে স্বাগতিক ওয়েস্টবিস্তারিত পড়ুন
রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ
যমুনা ফিউচার পার্কে মোবাইলের দোকানে চুরির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভবিস্তারিত পড়ুন
যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা
থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদেরবিস্তারিত পড়ুন