বজ্রপাতে গৃহবধূর মৃত্যু, বিদ্যুৎ সরবরাহ বন্ধ
ঝালকাঠি: জেলার কাঁঠালিয়ায় বজ্রপাতে লাকি আক্তার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুন) বিকেল সাড়ে ৩ টায় ছোট কৈখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য মো. শাহ আলম জানান, সকাল ৯টায় কাঁঠালিয়ায় ঘূর্ণিঝড় হয়। এতে গাছ পড়ে আওড়াবুনিয়া ইউনিয়নে ব্যাপক ক্ষতি হয়। সকাল থেকেই এ উপজেলায় ঝড়ো আবহাওয়া বিরাজ করছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ছোট কৈখালী গ্রামে বাড়ির পাশে একটি পুকুরে মাছ শিকার করছিলেন ফারুক খানের স্ত্রী লাকি আক্তার। বিকেল সাড়ে তিনটার দিকে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ দিকে বজ্রপাতে রাজাপুর উপজেলার উত্তমপুর গ্রামে শাকিব হাওলাদার নামে এক কিশোর আহত হয়েছে। তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ভর্তি করা হয়েছে বলে তার বাবা রুবেল হাওলাদার জানিয়েছেন।
সকালে কাঁঠালিয়ায় ৩০ মিনিট স্থায়ী ঘূর্ণিঝড় হয়। এতে উপজেলার বিভিন্নস্থানে বিধ্বস্ত হয় অর্ধশত আধাকাঁচা ঘরবাড়ি। ঘর চাপা পড়ে অন্তত ১০জন আহত হয়। কলাবাগান ও পানের বরজ ভেঙে ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের পর থেকে উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। অনেক স্থানে গাছ উপড়ে রাস্তায় পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, বজ্রপাতে গৃহবধূর মৃত্যু হয়েছে। সকাল থেকেই শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুৎ বিভাগ ঝড়ের পর থেকে বিদ্যুৎ সরবরাহ করতে কাজ করছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
তারাবির নামাজে দুই মুসল্লির হাতাহাতি, ঘুষিতে একজনের মৃত্যু
পটুয়াখালীর বাউফলে তারাবির নামাজ আদায়কে কেন্দ্র করে হাতাহাতির একপর্যায়ে একজনেরবিস্তারিত পড়ুন
গৃহবধূ সীমার লাশের দুই টুকরা উদ্ধার!
ঝালকাঠির রাজাপুর উপজেলায় সীমা নামে এক গৃহবধূর মরদেহের দুই টুকরাবিস্তারিত পড়ুন
ঝালকাঠিতে গৃহবধূকে ধর্ষণ, আসামী গ্রেফতারের চেষ্টা চলছে ..
ঝালকাঠিতে এক গৃহবধূকে ধর্ষনের আভিযোগে ঝালকাঠি থানায় মামলা দায়ের করাবিস্তারিত পড়ুন