বজ্রপাতে তাবলীগ জামাতের চার মুসল্লিসহ ৫ জনের মৃত্যু
শিবগঞ্জ উপজেলায় বজ্রপাতে তাবলীগ জামাতের চার মুসল্লিসহ ৫ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৩ জন। বৃহস্পতিবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার এই প্রাণহানির ঘটনা ঘটে।
মৃতরা হলেন- শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামের মো. রফিকুল ইসলাম (৪০), মাদারিপুর জেলার কালকিনি থানার কালাই বাড়ি গ্রামের কর্নাসের আলী (৮০), একই এলাকার গুচ্ছগ্রামের খাসেরহাটের হারুন খাঁ (৭০), ওই উপজেলার কালাই সরদারের চর গ্রামের তালেব আলী সরদার (৮৫)। উপজেলার দুর্লভপুর ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মো. তাজেমুল হকের মেয়ে বুলি খাতুন (১৩)।
পুলিশ ও স্থানীয়রা জানান, শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামে তাবলীগ জামাতে আসা মাদারিপুর জেলার দলের সদস্য কর্নাসের আলী, হারুন খাঁ, তালেব আলী ও স্থানীয় রফিকুল জমিনপুর বাজারে যাবার পথে সন্ধ্যা ৬টার দিকে বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এদিকে, একই সময়ে দুর্লভপুর গ্রামে ৩য় শ্রেণির ছাত্রী বুলি বাড়ির বাহিরে থাকা অবস্থায় বজ্রপাত হলে ঘটনাস্থলে সে মারা যায়।
এব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রমজান আলী পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
আস্তানায় জঙ্গি দম্পতি! ধারণা করছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট
শিবগঞ্জ উপজেলায় মোবারকপুর ইউনিয়নের শিবনগর এলাকায় জঙ্গি আস্তানায় এক ‘জঙ্গিবিস্তারিত পড়ুন
চাঁপাইনবাবগঞ্জের আমবাগানে জঙ্গি আস্তানার সন্ধান
চাঁপাইনবাবগঞ্জের একটি আমবাগানে জঙ্গি আস্তানার সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নবিস্তারিত পড়ুন
ছাদ থেকে পড়ে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
আলীনগর মুন্সিপাড়ায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার তিন তলার অরক্ষিত ছাদ থেকেবিস্তারিত পড়ুন