বজ্রপাতে যুবলীগ নেতাসহ ৩ জনের মৃত্যু
হবিগঞ্জ: হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এ সময় বজ্রপাতে যুবলীগ নেতাসহ তিন জনের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে দেড়টার দিকে সদর উপজেলার কাকিয়ারআব্দা, লাখাই উপজেলার বুল্লা ও ভাদিকারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার কাকিয়ারআব্দা গ্রামের কৃষক আবিদ আলী (২২), লাখাই উপজেলার বুল্লা ইউনিয়ন যুবলীগের সভাপতি রমজান আলী (৩৮) এবং একই উপজেলার ভাদিকারা গ্রামের শফিকুল আলম (৩০)।
দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছিল।
এলাকাবাসী জানান, দুপুর দেড়টার দিকে বৃষ্টির মধ্যে কৃষক আবিদ আলী গুঙ্গিয়াজুরী হাওড়ে ধান কাটছিলেন। এ সময় বজ্রপাতে তিনি আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, যুবলীগ নেতা রমজান আলী এবং শফিকুল আলম হাওড় থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথেই মারা যান তারা।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক এবং হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বজ্রপাতে তিন জনের মৃত্যুর বিষয়টি বাংলামেইলকে নিশ্চিত করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
বানিয়াচং উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে, ৩ জনে মৃত্যু
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রেবিস্তারিত পড়ুন
হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে ৫ জন নিহত
হবিগঞ্জের মাধবপুরের হরিতলা বাদশা গেইট এলাকায় ট্রাক ও প্রাইভেটকার সংঘর্ষেবিস্তারিত পড়ুন
‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ গৃহবধূকে পিটিয়ে হত্যা
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করাবিস্তারিত পড়ুন