‘বদরুলের সাথে আপনার ভালোবাসার সম্পর্ক ছিল?’

বহুল আলোচিত খাদিজা হত্যাচেষ্টা মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে। আগামী ৮ মার্চ এই মামলার রায় ঘোষণার দিন ঠিক করা হয়েছে।
মামলার যুক্তি-তর্ক শেষে রবিবার সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা রায়ের এ তারিখ ঘোষণা করেন।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি খাদিজা আদালতে সাক্ষ্য প্রদান করে হামলাকারী বদরুলের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
ওই দিন আদালতে খাদিজাকে জেরা করেন আসামি বদরুলের আইনজীবী সাজ্জাদুর রহমান।
বদরুলের আইনজীবী সাজ্জাদুর রহমান খাদিজাকে প্রশ্ন করেন, ‘বদরুলের সাথে আপনার পরিচয় কিভাবে হয়েছিল?’
প্রত্যুত্তরে খাদিজা বলেন, ‘পাঁচ-ছয় বছর আগে সে আমাদের বাড়িতে লজিং মাস্টার হিসেবে থাকতো।’
বদরুলের আইনজীবী খাদিজাকে বলেন, ‘বদরুলের সাথে আপনার ভালোবাসার সম্পর্ক ছিল?’ খাদিজা তা অস্বীকার করেন।
আইনজীবী সাজ্জাদুর রহমান বলেন, ‘যেদিন যেখানে যখন ঘটনা ঘটেছিল, সেখানে আপনি (খাদিজা) স্বেচ্ছায় বদরুলের সাথে গিয়েছিলেন।’ খাদিজা এ বিষয়টিও অস্বীকার করেন।
খাদিজা হত্যাচেষ্টা মামলায় মোট ৩৭ জন সাক্ষীর মধ্যে আদালত ৩৪ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন। সর্বশেষ সাক্ষী হিসেবে ২৬ ফেব্রুয়ারি আদালতে সাক্ষ্য দেন খাদিজা।
প্রসঙ্গত, গত ৩ অক্টোবর এমসি কলেজের পুকুরপাড়ে সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অনিয়মিত ছাত্র ও শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম। ঘটনার পরপরই শিক্ষার্থীরা বদরুলকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
নিজস্ব সংবাদদাতা: শীর্ষস্থানীয় জঙ্গিবাদী সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এরবিস্তারিত পড়ুন

সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
দ্বিতীয় দফার বন্যায় সিলেট অঞ্চলে সাত লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দি।বিস্তারিত পড়ুন

সিলেটে ৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ফেঞ্চুগঞ্জে দুটি বগি লাইনচ্যুতবিস্তারিত পড়ুন