বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বনানীর ‘ধর্ষকদের’ বিচার দাবি, শুক্রবার গণজাগরণের সমাবেশঃ ইমরান এইচ

রাজধানীর বনানীতে ধর্ষণসহ সাম্প্রতিক অব্যাহত খুন-ধর্ষণের প্রতিবাদে এবং অবিলম্বে সব খুনি-ধর্ষককে বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে গণজাগরণ মঞ্চ।

শুক্রবার (১২ মে) বিকেল ৪টায় রাজধানীর শাহবাগে এ কর্মসূচি পালন করা হবে। মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বুধবার (১০ মে) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করেন।

বিজ্ঞপ্তিতে ইমরান এইচ সরকার বলেন, বাংলাদেশ এখন যেন ধর্ষকদের অভয়ারণ্য। প্রতিদিন কেউ না কেউ ধর্ষিতা হচ্ছেই। পাঁচ বছরের শিশু থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, কেউই এসব জানোয়ারদের ছোবল থেকে বাঁচতে পারছে না। কিন্তু এর কোনোটিরই বিচার হচ্ছে না।

বিচার না হওয়ায় ধর্ষকরা বেপরোয়া হওয়ার লাইসেন্স পাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, অবস্থা এমন, যার টাকা আছে সে চাইলেই খুন-ধর্ষণ করতে পারে।

ডা. ইমরান বলেন, কিছুদিন আগে বনানীতে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সাফাত আহমেদ, নাঈম আশরাফ, সাদমান সাকিফের অভিভাবকদের বক্তব্য প্রমাণ করে, তারা নিজেদের আইনের ঊর্ধ্বে মনে করছেন। তারা ভাবছেন, যেহেতু পয়সা আছে তারা যেকোনো কিছু করে পার পেতে পারেন।

মেয়ের ধর্ষণের বিচার না পেয়ে মেয়েকে নিয়ে আত্মহত্যা করেছেন একজন বাবা। একটা দেশের জন্য এর চেয়ে লজ্জার আর কী হতে পারে?— প্রশ্ন করেন ডা. ইমরান এইচ সরকার।

প্রশাসনের গাফিলতিতে ক্ষোভ প্রকাশ করে গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, তনু হত্যার প্রতিবাদে সারাদেশ একসঙ্গে ফুঁসে উঠেছিল, কিন্তু সরকার অত্যন্ত সুকৌশলে সেটি ধামাচাপা দিয়েছে। কাজেই এই অব্যাহত খুন-ধর্ষণের দায় সরকারকে নিতে হবে। কেননা যদি তনুর ধর্ষক ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যেতো, তাহলে অন্যরা এই অপরাধ করার সাহস পেতো না।

সাধারণ মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে উল্লেখ করে ইমরান এইচ সরকার বলেন, আমাদের ঠেলে এমন একটা জায়গায় নিয়ে আসা হয়েছে, যে এখান থেকে প্রতিরোধ ছাড়া কোনো বিকল্প নেই। খুনি-ধর্ষকরা নিজেদের শক্তিশালী ভাবছে, আমাদের ঐক্যবদ্ধ হয়ে প্রমাণ করতে হবে জনতার শক্তির চেয়ে বড় কিছু নেই।

দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, আসুন এবার ঐক্যবদ্ধ হই। শুক্রবার বিকেল ৪টায় আসুন শাহবাগে। আপনি আমি হাত ধরে ব্যারিকেড করলে ধর্ষকদের কেউ বাঁচাতে পারবেনা।

বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর
  • দেশে ফিরেছেন মুহাম্মদ ইউনূস
  • মিরপুরে ঝগড়ার জেরে ‘সাততলা থেকে ফেলে’ যুবককে হত্যার অভিযোগ
  • ‘হলে থাকতেন-টিউশনি করতেন, এখন পাঁচ-ছয় কোটি টাকার গাড়িতে চড়েন’
  • শুক্রবার বৈঠকে বসছেন ইউনূস-মোদি
  • এসএসসি পেছানোর দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি, যা বলছে শিক্ষা বোর্ড
  • মব-নারীবিদ্বেষ-তৌহিদি জনতা: দেশে চরমপন্থা বিকাশের সুযোগ সত্যি নাকি বিভ্রান্তি?
  • নাহিদ: আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগীদের কাছে ৫ আগস্ট অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা
  • দেশে গ্যাস অনুসন্ধানে মস্কোর সহযোগিতা চায় ঢাকা
  • ঈদের চাঁদ দেখা নিয়ে যে আহ্বান জানালো সৌদি আরব
  • ৬ ডলারে নামছে না রোহিঙ্গাদের খাদ্য সহায়তা, কমছে ৫০ সেন্ট
  • আরও একমাস বাড়লো পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ