‘বন্দুকযুদ্ধে’ জামায়াত নেতা নিহত
মেহেরপুরে পুলিশের হাতে আটকের পর রমজান শেখ (৪২)নামে এক জামায়াত নেতা কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।
রোববার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের উপকন্ঠে বন্দর শশ্মানঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশের চার সদস্য আহতসহ ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।
নিহত রমজান আলীর বিরুদ্ধে ২০১৩ সালে নাশকতার ঘটনার সাতটি মামলা রয়েছে। সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আহসান হাবীব জানান, রাত আড়াইটার দিকে পুলিশের একটি দল অস্ত্র উদ্ধারের লক্ষ্যে রমজান আলীকে নিয়ে বন্দর শ্মশানঘাট এলাকায় পৌঁছায়।
এ সময় তার (রমজানের) সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে পুলিশের উপর গুলি বর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে তারা পিছু হটে। এরমধ্যে তিনি গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. আবু এহসান মো. রাজু তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি এলজি শার্টার গান, দুই রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সদর থানা পুলিশের এসআই মেজবাহুল, কনস্টেবল শাহীন, মিনহাজ ও আশরাফুল আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রমজানের সহযোগীদের হটাতে শর্টগানের ১১ রাউন্ড গুলি বর্ষণ করা হয় বলে জানান তিনি।
তার নেতৃত্বে ২০১৩ সালে রাজনগরে র্যাব সদস্যদের মারধর করে অস্ত্র কেড়ে নেওয়া ও পুলিশের উপর হামলার ঘটনায় থানায় মামলা রয়েছে।
নিহতের মরদেহ রাতেই মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে আনা হয়। আজ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় সদর থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।
এই সংক্রান্ত আরো সংবাদ
কলেজের পিয়ন আবার স্কুলের প্রধান শিক্ষকও তিনি
নিয়োগ বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও অনৈতিক সুবিধা নিয়ে জোরপূর্বকবিস্তারিত পড়ুন
মেহেরপুরে ইউপি সদস্যের ভাইকে কুপিয়ে হত্যা
মেহেরপুর গাংনী উপজেলার ধলা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে এনামুলবিস্তারিত পড়ুন
মেহেরপুরে ধানক্ষেতে মেছো বাঘের বাচ্চা
এখন তো বন বাঁদারেই বাঘের দেখা মেলা ভার। তার ওপরবিস্তারিত পড়ুন