বন্ধুদের বিরক্ত করতে চান? জেনে নিন ১৫টি উৎকৃষ্ট উপায়
বলা হয়, বাঙালির সেরা অস্ত্র নাকি ‘কাঠি’। মানে, মারাত্মক ক্ষতি করা নয়, অন্য কাউকে একটু বিরক্ত করা, এই যা! তা এ সব মন্দ নয়। লোকের বড়সড় ক্ষতি না করেই যদি একটু বিরক্ত করা যায়…
কিন্তু কীভাবে করবেন? নীচে দেওয়া রইল ১৫টি উপায়। ভাল করে শিখে নিন। তার পরে লেগে পড়ুন একেবারে হাত-পা ধুয়ে।
১. কেউ যখন হিসেব করবেন, তাঁর পিছনে দাঁড়িয়ে চিল চিৎকার করে যা-তা সংখ্যা আওড়াতে থাকুন। পরীক্ষার উপযুক্ত স্থান: অফিস
২. কেউ টিভি দেখছেন? পিছন থেকে জোরসে মিউজিক সিস্টেম চালিয়ে দিন। বা জলের পাম্প ছাড়ুন। বা, ভ্যাকুয়াম ক্লিনার। পরীক্ষার উপযুক্ত স্থান: বাড়ি
৩. একসঙ্গে অনেকে হাঁটছেন? আপনি ধীরে ধীরে হাঁটুন। ব্যস! পরীক্ষার উপযুক্ত স্থান: অফিসটাইমের ভিড়েঠাসা রাস্তা
৪. কারও সঙ্গে চ্যাট করছেন? উল্টোদিকের ব্যক্তি যা-ই লিখুন না কেন, আপনার উত্তর একটাই ‘k’ বা ‘hmm…’। অর্থাৎ, ‘ok’ টুকুও লিখবেন না।
৫. গুরুগম্ভীর আলোচনায় হঠাৎ বাচ্চাদের মতো গলায় কথা বলতে শুরু করুন। পরীক্ষার উপযুক্ত স্থান: অফিস মিটিং
৬. ফোনে চেঁচিয়ে-মেচিয়ে এমনভাবে কথা বলুন যাতে বাকিদের কান টনটন করে। ভিড় বাসে এই কাজটি করে দেখতে পারেন।
৭. বলপেন নিয়ে সমানে ‘খটাখট খটাখট’ করে খোলা-বন্ধ করুন। পরীক্ষার উপযুক্ত স্থান: অফিসের মিটিং।
৮. লম্বা মেসেজ করুন। যতি-চিহ্ন দেবেন না একেবারেই। পরীক্ষার উপযুক্ত স্থান: বস্-কে করা মেসেজ
৯. সিটে নিজের পাশে ব্যাগটি রাখুন। পরীক্ষার উপযুক্ত স্থান: ভিড়ে ঠাসা মেট্রো
১০. কেউ ঘরে বসে বই পড়ছেন? টুক করে আলোটা নিভিয়ে দিন। পরীক্ষার উপযুক্ত স্থান: বাড়ি
১১. কারও থেকে পেন চেয়ে নিন। তার পরে সেটা চিবোতে থাকুন বা দাঁত খুঁটুন। পরীক্ষার উপযুক্ত স্থান: যে কোনও জায়গা। ২য় ব্যক্তি অপরিচিত হলে আরও ভাল হয়।
১২. শব্দ করে খান, ঢেঁকুর তুলুন। পরীক্ষার উপযুক্ত স্থান: রেস্তোরাঁ, একটু ‘পশ’ হলে খেল জমবে ভাল।
১৩. স্নান করে ভিজে তোয়ালে বিছানায় ফেলুন। পরীক্ষার উপযুক্ত স্থান: বাড়ি। স্ত্রী-কে রাগানোর অন্যতম সেরা উপায়।
১৪. শব্দ করে চা বা কফি খান। পরীক্ষার উপযুক্ত স্থান: রেস্তোরাঁ। সামনে সুন্দরী থাকলে তো কথাই নেই। জোরে জোরে শব্দ করুন।
১৫. যে কোনও একটি শব্দকে নিজের কথায় বারে বারে ব্যবহার করুন। যেমন, ‘‘আর বলবেন না। আপনার সকালে উঠলাম। তার পর আপনার বৌ তো চা দিল। খেয়ে গেলাম আপনার বাজারে। সেখান থেকে আপনার দুটো ডিম কিনলাম। আর বলেন কেন, আপনার একটা ডিম আবার পচা…’’ ইত্যাদি।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন