বন্ধ হচ্ছে ডেইলি স্টার পত্রিকা!

জনপ্রিয় ইংরেজী পত্রিকা ‘ডেইলি স্টার’ অচিরেই বন্ধ এবং এর সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে সংসদে।
রোববার দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এসব দাবি জানান সরকার দলীয় সংসদ সদস্য ফজলে নূর তাপস, ওয়ারেসাত হোসেন বেলাল এবং আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও হাজী সেলিম।
ফজলে নূর তাপস বলেন, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম যে সরযন্ত্র করেছে এর জন্য তার সাস্তি হওয়া উচিত।তিনি উলফার সাথে যরিত ছিলেন বলে প্রমান পাওয়া গেছে। এই প্রত্রিকা বন্ধ করে সম্পাদক ও এর মালিককে শাস্তি দিতে হবে।
সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন,মাহফুজ আনাম কে সাংবাদিকতা থেকে বহিষ্কার করতে হবে তিনি যেন আর কোন দিন সাংবাদিকতা করতে না পারে।মাহফুজ আনাম গণতন্ত্রকে ধংস করতে চেয়েছেন তার সাস্তি দাবি করছি। তাদের টাকা কোথা থেকে আসে এটিও খতিয়ে দেখতে হবে।
উল্লেখ্য, ডেইলি স্টারের ২৫ বছর পূর্তি উপলক্ষে গত বুধবার রাতে বেসরকারি টেলিভিশন এটিএন নিউজে এক আলোচনা অনুষ্ঠানে প্রশ্নের মুখে মাহফুজ আনাম স্বীকার করেন, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ডিজিএফআইয়ের সরবরাহ করা শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির খবর যাচাই ছাড়াই প্রকাশ করে সাংবাদিকতা জীবনের সবচেয়ে বড় ভুল করেছেন তিনি। মাহফুজ আনাম বলেন, ‘এটা আমার সাংবাদিকতা জীবনে বড় ভুল, সম্পাদক হিসেবে ভুল নিউজ জাজমেন্ট।’
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন