বন্যার্তদের তাড়িয়ে দিলেন ইউপি সদস্য!

কেশবপুরে বন্যার কারণে মূলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া ১৬ পরিবারকে বের করে দিয়েছেন কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের সদস্য (ইউপি সদস্য) নিমাই হালদার। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে, ওই বিদ্যালয়ে আশ্রয় নেওয়া নিতাই বিশ্বাস, অমিত বিশ্বাস, অরুণ, বাসুদেব, নিমাই, দুলাল, সঞ্চয় বিশ্বাস, বিকাশ, অশোক, সুধীর, খবির উদ্দিন গাজী, শহিদুল ইসলাম, কামরুজ্জামান ও কামরুল ইসলাম মোড়লকে আশ্রয়কেন্দ্র ছাড়ার জন্য নিমাই হালদার ও তাঁর স্ত্রী চাপ প্রয়োগ করেন। উল্লেখিত ব্যক্তিরা জানান, চাপের কারণে গতকাল শুক্রবার পরিবার নিয়ে আশ্রয়কেন্দ্র ছাড়তে হয়েছে তাঁদের।
এ ব্যাপারে নিমাই হালদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাদের তাড়িয়ে দেওয়া হয়নি। যাদের বাড়ির পানি সরে গেছে তাদের বাড়িতে চলে যেতে বলা হয়েছে।
মূলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুন নাহার জানান, ‘বিদ্যালয়ে আশ্রয় নেওয়া মানুষদের সরিয়ে বা তাড়িয়ে দেওয়ার প্রশ্নই আসে না। বিদ্যালয়ের দুটি কক্ষে আশ্রয় নেওয়া পরিবারগুলোকে শনিবার দেখিনি।‘
কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন বলেন, বিষয়টি আমি আপনাদের মাধ্যমে শুনলাম। যদি তারা আশ্রয়কেন্দ্র থেকে চলে গিয়ে থাকে, তাদেরকে ফিরিয়ে আনা হবে।
এ ব্যাপারে ভবদহ পানিনিষ্কাশন সংগ্রাম কমিটি ও কেশবপুর নাগরিক সমাজের আহ্বায়ক আবু বকর সিদ্দিকী জানান, বানভাসি মানুষের সাথে ইউপি সদস্যের এমন অমানবিক আচরণ দুঃখজনক। তিনি প্রশাসনের কাছে ইউপি সদস্যের বিচার দাবি করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ রায়হান কবীর জানান, এ ধরনের ঘটনা তিনি শুনেছেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
গত মাসে দুই দফা প্রবল বর্ষণ, উজানের পানি ও হরিহর নদের উপচে পড়া পানিতে কেশবপুরের ৭৬টি গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়ে। ঘরবাড়ি ছেড়ে প্রায় ১০ হাজার মানুষ এখনো সড়কের পাশে টঙঘরে ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
ইরান-ইসরায়েল সংঘাত পঞ্চম দিনে গড়ানোর আগেই তেহরানবাসীদের শহর খালি করারবিস্তারিত পড়ুন