বন্যার্তদের সহায়তায় তিন বিষয়ে গুরুত্ব দিতে বললেন আবদুল আউয়াল মিন্টু
বন্যাকবলিত এলাকায় কিছু বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে সহায়তার কাজ করতে দলীয় নেতাকর্মী, অনুসারী ও স্থানীয় লোকজনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। এখনো পানিবন্দি লোকজনকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নেওয়া; অসুস্থ, গর্ভবতী ও শিশুদের প্রতি বিশেষ নজর দেওয়া এবং সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও ত্রাণের বিষয়ে সচেতন থাকতে নির্দেশনা দিয়েছেন তিনি।
রবিবার বন্যাকবলিত ফেনীর সোনাগাজী পরিদর্শনের সময় তার দলীয় নেতাকর্মী এবং অনুসারীদের এ তাগিদ দেন সাবেক এফবিসিসিআই সভাপতি মিন্টু।
বিএনপি নেতা দিনব্যাপী বক্তার মুন্সি, সোনাগাজী ফাজিল ডিগ্রি মাদরাসা, সোনাগাজী উপজেলা পরিষদ, সোনাগাজী পৌরসভা ও চরচান্দিয়া সিকান্দার মিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি আশ্রয়কেন্দ্রে অবস্থান করা লোকজনের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন।
আবদুল আউয়াল মিন্টু বন্যাকবলিত এলাকায় যারা এখনো পানিবন্দি ও আটকা পড়ে আছে, তাদের উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার তাগিদ দেন। বন্যাদুর্গত অসুস্থ, গর্ভবতী ও শিশুদের প্রতি বিশেষ নজর দিতেও বলেন তিনি। মিন্টু বলেন, যারা অসুস্থ আছেন তাদের সুচিকিৎসা, গর্ভবতী নারীদের আলাদা করে রাখা এবং শিশুদের ভালোভাবে দেখাশোনা করতে হবে।
আশ্রয়কেন্দ্রগুলোতে দল ও স্থানীয় লোকজনের পক্ষ থেকে পালাক্রমে ভাগ হয়ে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, এতে বন্যার্তদের বিভিন্ন বিষয়ে সার্বক্ষণিক খোঁজ-খবর রাখা সহজ হবে।
আবদুল আউয়াল মিন্টু সনাতন ধর্মাবলম্বীদের জন্য বিশেষ ব্যবস্থা করার নির্দেশনা দেন। তারা যাতে নিরাপদ আশ্রয় ও পর্যাপ্ত ত্রাণসামগ্রী পান সেদিকে বিশেষ নজর দিতে বলেন তিনি।
পরিদর্শনকালে সোনাগাজী বিএনপির সভাপতি গিয়াস চেয়ারম্যান, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুর আলম সুমন, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মারূপ, সদস্য সচিব সবুজসহ স্থানীয় নেতারা তার সঙ্গে ছিলেন।
এর আগে শনিবার দাগনভূঞায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান। ওই দিন সকাল থেকে দাগনভূঞা পৌরসভার আলাইয়ারপুরসহ বিভিন্ন এলাকা, রাজাপুর ইউনিয়নের রাজাপুর বাজারসহ বিভিন্ন এলাকা ও সিন্দুরপুর ইউনিয়নের সিন্দুরপুর বাজারসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে আবদুল আউয়াল মিন্টু সাংবাদিকদের জানান, বর্তমান বন্যা পরিস্থিতিতে প্রয়োজনীয় যা কিছু করার সব করা হবে।
তার আগের দিনও (শুক্রবার রাতে) দাগনভূঞা পৌরসভার ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজসহ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন এই সাবেক এফবিসিসিআই সভাপতি।
দাগনভূঞা উপজেলার বিভিন্ন এলাকায় আবদুল আউয়াল মিন্টুর পক্ষে তার ছোট ভাই উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আকবর হোসেন ত্রাণসামগ্রী বিতরণ করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন