শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বন্যার্তদের সহায়তায় তিন বিষয়ে গুরুত্ব দিতে বললেন আবদুল আউয়াল মিন্টু

বন্যাকবলিত এলাকায় কিছু বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে সহায়তার কাজ করতে দলীয় নেতাকর্মী, অনুসারী ও স্থানীয় লোকজনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। এখনো পানিবন্দি লোকজনকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নেওয়া; অসুস্থ, গর্ভবতী ও শিশুদের প্রতি বিশেষ নজর দেওয়া এবং সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও ত্রাণের বিষয়ে সচেতন থাকতে নির্দেশনা দিয়েছেন তিনি।

রবিবার বন্যাকবলিত ফেনীর সোনাগাজী পরিদর্শনের সময় তার দলীয় নেতাকর্মী এবং অনুসারীদের এ তাগিদ দেন সাবেক এফবিসিসিআই সভাপতি মিন্টু।

বিএনপি নেতা দিনব্যাপী বক্তার মুন্সি, সোনাগাজী ফাজিল ডিগ্রি মাদরাসা, সোনাগাজী উপজেলা পরিষদ, সোনাগাজী পৌরসভা ও চরচান্দিয়া সিকান্দার মিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি আশ্রয়কেন্দ্রে অবস্থান করা লোকজনের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন।

আবদুল আউয়াল মিন্টু বন্যাকবলিত এলাকায় যারা এখনো পানিবন্দি ও আটকা পড়ে আছে, তাদের উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার তাগিদ দেন। বন্যাদুর্গত অসুস্থ, গর্ভবতী ও শিশুদের প্রতি বিশেষ নজর দিতেও বলেন তিনি। মিন্টু বলেন, যারা অসুস্থ আছেন তাদের সুচিকিৎসা, গর্ভবতী নারীদের আলাদা করে রাখা এবং শিশুদের ভালোভাবে দেখাশোনা করতে হবে।

আশ্রয়কেন্দ্রগুলোতে দল ও স্থানীয় লোকজনের পক্ষ থেকে পালাক্রমে ভাগ হয়ে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, এতে বন্যার্তদের বিভিন্ন বিষয়ে সার্বক্ষণিক খোঁজ-খবর রাখা সহজ হবে।

আবদুল আউয়াল মিন্টু সনাতন ধর্মাবলম্বীদের জন্য বিশেষ ব্যবস্থা করার নির্দেশনা দেন। তারা যাতে নিরাপদ আশ্রয় ও পর্যাপ্ত ত্রাণসামগ্রী পান সেদিকে বিশেষ নজর দিতে বলেন তিনি।

পরিদর্শনকালে সোনাগাজী বিএনপির সভাপতি গিয়াস চেয়ারম্যান, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুর আলম সুমন, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মারূপ, সদস্য সচিব সবুজসহ স্থানীয় নেতারা তার সঙ্গে ছিলেন।

এর আগে শনিবার দাগনভূঞায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান। ওই দিন সকাল থেকে দাগনভূঞা পৌরসভার আলাইয়ারপুরসহ বিভিন্ন এলাকা, রাজাপুর ইউনিয়নের রাজাপুর বাজারসহ বিভিন্ন এলাকা ও সিন্দুরপুর ইউনিয়নের সিন্দুরপুর বাজারসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে আবদুল আউয়াল মিন্টু সাংবাদিকদের জানান, বর্তমান বন্যা পরিস্থিতিতে প্রয়োজনীয় যা কিছু করার সব করা হবে।

তার আগের দিনও (শুক্রবার রাতে) দাগনভূঞা পৌরসভার ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজসহ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন এই সাবেক এফবিসিসিআই সভাপতি।

দাগনভূঞা উপজেলার বিভিন্ন এলাকায় আবদুল আউয়াল মিন্টুর পক্ষে তার ছোট ভাই উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আকবর হোসেন ত্রাণসামগ্রী বিতরণ করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর
  • দেশে ফিরেছেন মুহাম্মদ ইউনূস
  • মিরপুরে ঝগড়ার জেরে ‘সাততলা থেকে ফেলে’ যুবককে হত্যার অভিযোগ
  • ‘হলে থাকতেন-টিউশনি করতেন, এখন পাঁচ-ছয় কোটি টাকার গাড়িতে চড়েন’
  • শুক্রবার বৈঠকে বসছেন ইউনূস-মোদি
  • এসএসসি পেছানোর দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি, যা বলছে শিক্ষা বোর্ড
  • মব-নারীবিদ্বেষ-তৌহিদি জনতা: দেশে চরমপন্থা বিকাশের সুযোগ সত্যি নাকি বিভ্রান্তি?
  • নাহিদ: আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগীদের কাছে ৫ আগস্ট অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা
  • দেশে গ্যাস অনুসন্ধানে মস্কোর সহযোগিতা চায় ঢাকা
  • ঈদের চাঁদ দেখা নিয়ে যে আহ্বান জানালো সৌদি আরব
  • ৬ ডলারে নামছে না রোহিঙ্গাদের খাদ্য সহায়তা, কমছে ৫০ সেন্ট
  • আরও একমাস বাড়লো পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ