বন্যায় ৪৮ ঘণ্টায় ২৪ শিশুর মৃত্যু


বন্যাদুর্গত বিভিন্ন জেলায় গত দেড় মাসে পানিতে ডুবে ৯২ জন মারা গেছেন। মৃতদের বেশিরভাগই শিশু। গত ৪৮ ঘণ্টায় পানিতে ডুবে ২৪ শিশুর মৃত্যু হয়েছে। যার মধ্যে দিনাজপুর জেলায় সর্বোচ্চ সংখ্যক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে স্বাস্থ্য মহাপরিচালক টেলিকনফারেন্সের মাধ্যমে আক্রান্ত বিভিন্ন জেলার সিভিল সার্জনদের কাছে জানতে চান পানিতে ডুবে শিশুরা কেন মারা যাচ্ছে।
এ সময় বিভিন্ন জেলার সিভিল সার্জন ও সংশ্লিষ্টরা জানান, শিশুদের অধিকাংশই সকাল ১০টা থেকে বেলা ২টার মধ্যে মারা যাচ্ছে। এ সময় পরিবারের পুরুষ সদস্যরা কাজে ঘরের বাইরে এবং নারী সদস্যরা রান্নার কাজে ব্যস্ত থাকেন। নদীর ধারে খেলাধুলা করতে গিয়ে শিশুরা অসতর্কতাবশত ডুবে মারা যায়।
তারা আরও জানান, শিশুদের পানিতে ডুবে মরার হাত থেকে রক্ষা করতে স্বাস্থ্যকর্মীরা সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালাচ্ছেন। তারা শিশুদের নদী বা পানির কাছাকাছি খেলাধুলা না করতে মাইকিং ও ব্যক্তিগতভাবে সতর্ক করছেন। শিশুদের বাবা-মায়েরা সচেতনতামূলক পদক্ষেপ হিসেবে শিশুদের কোমরে ঘুংঘুর বেঁধে দিচ্ছেন। তবুও শিশুরা খেলাধুলা করতে গিয়ে ডুবে মরছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন


৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন


নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













