বরগুনায় ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা, প্রাইভেট শিক্ষকের কারাদণ্ড
শ্রেণিকক্ষে প্রাইভেট পড়ানোর সময় এক ছাত্রীকে যৌন হয়রানি চেষ্টার অভিযোগে বরগুনায় এক শিক্ষককে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার সকালে বরগুনার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাশেদুল হাসান এ দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত শিক্ষকের নাম মোঃ সালাহ উদ্দিন। তিনি বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের বাওয়ালকর গ্রামের সুলতান আকনের ছেলে। সালাহ উদ্দীন ওই স্কুলে চুক্তিভিত্তিক শিক্ষক হিসেবে পাঠদান করতেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাশেদুল হাসান জানান, আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটায় ওই স্কুলের পঞ্চম শ্রেণির চারজন শিক্ষার্থী সালাহ উদ্দীন এর কাছে প্রাইভেট পড়তে আসে। এরপর চারজন শিক্ষর্থীর মধ্যে থেকে দুজন চলে যায়। তারপরও বাকি দুই ছাত্রীকে পড়াচ্ছিলেন দণ্ডপ্রাপ্ত সালাহ উদ্দীন।
এরপর তাদের মধ্যে এক ছাত্রীকে কৌশলে বাহিরে পাঠিয়ে অন্য ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা করেন শিক্ষক সালাহ উদ্দীন। এ সময় ওই ছাত্রী ডাকচিৎকার শুরু করলে অন্য শিক্ষকরা এসে সালাহ উদ্দীনকে আটক করেন। এরপর ভ্রাম্যমাণ আদালতে শিক্ষক সালাহ উদ্দীন অপরাধ শিকার করায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ ব্যাপারে বরগুনা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ জানান, দণ্ডিত সালাহ উদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
আমতলীতে তৃতীয়বার মেয়র হলেন মতিয়ার রহমান
বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন
বরগুনায় কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার
বরগুনার পাথরঘাটা উপজেলার ঘুটাবাছা এলাকা থেকে কোটি টাকা মূল্যের ৩টিবিস্তারিত পড়ুন
এক সঙ্গে চার কন্যা প্রসব, মারা গেল তিনজনই
বরগুনার এক গৃহবধূ এক সঙ্গে চারটি কন্যা সন্তান প্রসব করেছেন।বিস্তারিত পড়ুন