শ্রমিক নেতাকে কুপিয়ে হত্যা
বরগুনায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার
বরগুনা জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ সোমবার রাতে পুলিশ সুপারের কার্যালয়ে শ্রমিক নেতাদের সঙ্গে এক বৈঠকের পর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন পরিবহন মালিক ও শ্রমিকরা।
অন্যদিকে শ্রমিক নেতাকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রহমান (৪৫) নামের একজনকে আটক করেছে পুলিশ।
বরগুনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাহাবুদ্দীন সাবু জানান, সাধারণ যাত্রীদের দুর্ভোগের বিষয়টি ভাবনায় রেখে এবং পুলিশের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আগামীকাল থেকে আবার আগের মতো বরগুনার সব পথে যান চলাচল স্বভাবিক থাকবে বলেও জানান তিনি।
বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক জানান, হত্যাকাণ্ডের ঘটনা শোনার সঙ্গে সঙ্গে দোষীদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে পুলিশ। এরই মধ্যে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। বাকি অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
এর আগে গতকাল রোববার রাত সাড়ে ৮টায় স্থানীয় বিরোধের জের ধরে বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের আমলকীতলা গ্রামে কে বা কারা বরগুনার শ্রমিক নেতা গোলাম হায়দারকে (৩৮) কুপিয়ে গুরুতর জখম করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন সেখানকার চিকিৎসকরা।
শ্রমিক নেতা গোলাম হায়দারকে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ইঞ্জিনচালিত সব পরিবহন ধর্মঘটের ডাক দেয় বরগুনার বাস মালিক সমিতি ও সব শ্রমিক ইউনিয়ন।
এই সংক্রান্ত আরো সংবাদ
আমতলীতে তৃতীয়বার মেয়র হলেন মতিয়ার রহমান
বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন
বরগুনায় কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার
বরগুনার পাথরঘাটা উপজেলার ঘুটাবাছা এলাকা থেকে কোটি টাকা মূল্যের ৩টিবিস্তারিত পড়ুন
এক সঙ্গে চার কন্যা প্রসব, মারা গেল তিনজনই
বরগুনার এক গৃহবধূ এক সঙ্গে চারটি কন্যা সন্তান প্রসব করেছেন।বিস্তারিত পড়ুন