বরগুনায় মৎস্যজীবী লীগ নেতাকে অস্ত্রের আঘাতে খুন
বরগুনার বামনা উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মো. নূর আলম সিদ্দিকী (৫৫) প্রতিপক্ষের লোকজনের ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় গুরুতর আহত তার স্ত্রী মোসা. সালমা খন্দকার ও ছেলে মো. আহাদ সিদ্দিকী একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, নূর আলম সিদ্দিকী উপজেলার দক্ষিণ রামনা গ্রামের নিজ বাড়ির পুকুরে ভোরে ফজরের নামাজের জন্য ওজু করতে যান।
এ সময় প্রতিবেশী কবির হোসেন (৫২) ও গোলাম ফারুক হোসেনের (৪৫) নেতৃত্বে কিছু লোক হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে নূর আলম সিদ্দিকীকে গুরুতর জখম করে পুকুরে ফেলে দেয়।
এ সময় তার চিৎকারে ছেলে ও স্ত্রী ছুটে আসলে তাদেরও কুপিয়ে জখম করা হয়। পরে এলাকাবাসী নূর আলম তার ছেলে ও স্ত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে তাদের অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠান। দুপুর সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় নূর আলম সিদ্দিকী মারা যান।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
আমতলীতে তৃতীয়বার মেয়র হলেন মতিয়ার রহমান
বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন
বরগুনায় কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার
বরগুনার পাথরঘাটা উপজেলার ঘুটাবাছা এলাকা থেকে কোটি টাকা মূল্যের ৩টিবিস্তারিত পড়ুন
এক সঙ্গে চার কন্যা প্রসব, মারা গেল তিনজনই
বরগুনার এক গৃহবধূ এক সঙ্গে চারটি কন্যা সন্তান প্রসব করেছেন।বিস্তারিত পড়ুন