বরফ গলছে বিরাট-আনুশকা সম্পর্কের
এইতো বেশি দিনের কথা নয়। ভারতীয় ক্রিকেট সেনসেশন বিরাট কোহলি এবং বলিউড সুন্দরী আনুশকা শর্মা জুটির ব্রেক-আপের খবরে মিডিয়া সহ বলিউড এবং ক্রিকেট পাড়া ছিল শরগরম। কিন্তু এখন তারা আবার এক হবার জন্য প্রয়াস চালাচ্ছেন বলে শোনা যাচ্ছে।
এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের পর বিরাটকে ফোন করেন আনুশকা। সেই ম্যাচে বিরাট ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন। যার জন্য ফোন করে তাকে অভিনন্দন জানান আনুশকা শর্মা। যার কারণে অনেকেই মনে করছেন বরফ গলতে শুরু করেছে বিরাট-আনুশকার সম্পর্কের।
মূলত বিয়ের কথা বলার কারণে এই যুগলের মাঝে সম্পর্কের টানাপড়েন শুরু হয়। আনুশকাকে বিয়ের প্রস্তাব দেয়া হলে আনুশকা তা প্রত্যাখ্যান করেন। কারণ তিনি এখন শুধুমাত্র তার ক্যারিয়ারের দিকে নজর দিতে চান। তারপর থেকে তাদেরকে আর একসাথে দেখা যায়নি।
একজন আরেকজনের ইন্সটাগ্রাম একাউন্ট অনুসরণ করাও ছেড়ে দিয়েছেন। এ সকল তথ্যের ভিত্তিতে এবং তাদের কোন উত্তর না পাওয়ায় সকলে নিশ্চিত হয়ে যান যে তারা আলাদা হয়ে গেছেন। তবে সম্প্রতি বিরাটকে আনুশকার ফোন এবং অভিনন্দন জানানো এ জুটির ভক্তদের জন্য ভালো বার্তাই বয়ে আনছে এমনটাই আশা করা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন
বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন
শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













