সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বরিশালকে চাপে রেখেছে খুলনা

বরিশাল বুলসের ব্যাটের আগুনটা টের পাওয়া যাচ্ছে না। অথচ ওভারের পর ওভার চলে যাচ্ছে। খুলনা টাইটান্স চট্টগ্রামে বরিশালের সামনে দিয়েছে ১৫২ রানের টার্গেট। টস হেরে ব্যাট করে ৭ উইকেটে ১৫১ রান তুলেছে খুলনা। অধিনায়ক মাহমুদ উল্লাহর ৪৪ ও রিকি ওয়েসেলসের ৪০ রানের বড় ভূমিকা ওই সংগ্রহে। জবাবে, এই রিপোর্ট লেখার সময় ৯.২ ওভারে ৩ উইকেটে মাত্র ৪৫ রান বরিশালের। জিততে ৬৪ বলে ১০৭ রান করতে হবে তাদের।

অবশ্য শাহরিয়ার নাফীস (১১) আছেন উইকেটে। অধিনায়ক মুশফিকুর রহীম মাত্র যোগ দিলেন তার সাথে। এবারের আসরের সেরা দুই রান সংগ্রাহক এই দুজন। ফজলে মাহমুদ ওপেন করেছিলেন এই ম্যাচে। কিন্তু দ্বিতীয় ওভারে শূণ্য হাতে ফিরেছেন জুনায়েদ খানের শিকার হয়ে। এরপর ওপেনার জীভান মেন্ডিস (২১) ও শামসুর রহমান (১২) জুটি বাধেন। মেন্ডিসকে দলের ২৫ রানের সময় ফেরান শফিউল ইসলাম। আর মাহমুদ উল্লাহ দশম ওভারে শিকার করেন শামসুরকে।

বরিশাল তাদের বোলিংয়ে কিছু পরিবর্তন নিয়ে নেমেছিল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ফাস্ট বোলার রুম্মন রইসকে নিয়েছে। লেগ স্পিনার ফজলে মাহমুদ আছেন। তবে নিয়মিত পারফর্মার বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলামই পঞ্চম ওভারে জোড়া আঘাত হানেন। ৩ বলের মধ্যে খুলনার দুই ওপেনারকে ফিরিয়ে দেন তিনি। প্রথমে ক্যারিবিয়ান আন্দ্রে ফ্লেচার (৪) তাকে তুলে মেরেছিলেন। এরপরই হাসানুজ্জামান (১৯)। দুজনই লং অনে আবু হায়দার রনির তালুবন্দি হয়েছেন।

২৪ রানে ২ উইকেট হারানো খুলনা অধিনায়ক মাহমুদ উল্লাহর ব্যাটে চাপ থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। এক পর্যায়ে দ্রুত ছোটে রানের চাকা। আগের ম্যাচে ফিফটি করা মাহমুদ উল্লাহ এই ম্যাচেও সম্ভাবনা জাগিয়েছিলেন। কিন্তু ২৬ বলে ৩ ছক্কা ও ২ চারে ঝড়ো ৪৪ রান করে বিদায় নেন। নিজের শেষ ওভারে তাকে বিদায় করেন তাইজুল।

মাহমুদ উল্লাহর সাথে ৫৩ রানের জুটি গড়া রিকি ওয়েসেলস এক প্রান্ত ধরেছিলেন ৩ নম্বরে নেমে। কিন্তু ২৯ বলে ৪০ রান করে তিনি রায়ান এমরিটের শিকার। ওটা ১৭তম ওভারের ঘটনা। ১২৫ রানে ৫ উইকেট হারানোর পর খুলনার সংগ্রহ ১৫০ পার করার কৃতিত্ব আরিফুল হকের। ২২ বলে ২৬ রানে অপরাজিত থেকেছেন তিনি। শেষে ১০ রান করেছেন তাইবুর রহমান। ৪ ওভারে ১৮ রানে ৩ উইকেট তাইজুলের। এবারের বিপিএলে এটা তার সেরা বোলিং।

দুই দলই এর আগে ৫টি করে ম্যাচ খেলেছে। কিন্তু খুলনার অবস্থান একটু ভালো। ৪ ম্যাচে জিতে ৮ পয়েন্ট তাদের। আর বরিশালের ৩ জয়ে ৬ পয়েন্ট। এই ম্যাচ তাই বরিশালের জন্য খুলনাকে ধরে ফেলার। আর খুলনার জন্য পয়েন্ট টেবিলের শীর্ষে একক ভাবে চলে যাওয়ার।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি