বরিশালের ’ক্রিস গেইল’ এখন ঢাকায়!

বরিশাল বুলসের হয়ে খেলতে ঢাকায় পৌঁছেছেন বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিস গেইল। জ্যামাইকা থেকে ৩৬ ঘণ্টার যাত্রা শেষে শুক্রবার ঢাকায় এসে পৌঁছান গেইল। বিমানবন্দরে সাংবাদিকদের ওয়েস্ট ইন্ডিজের এই উদ্বোধনী ব্যাটসম্যান জানান, ছক্কা হাঁকাতে বাংলাদেশে এসেছেন তিনি।
“আমি এখন এখানে। আমি এখন শহরে, দেখা হবে ছক্কায়।”
৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে বিপিএলের পয়েন্ট তালিকায় দুই নম্বরে রয়েছে বরিশাল। এক ম্যাচ বেশি খেলে রান রেটে এগিয়ে শীর্ষে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ঢাকায় আসার আগেই শতকের ‘বুকিং’ দেওয়া গেইল জানান, টুর্নামেন্টে দলের ভালো পারফরম্যান্স তাকে নির্ভার খেলতে সহায়তা করবে।
“বরিশাল ভালো ক্রিকেট খেলছে। এটা আমার ওপর থেকেও চাপ কমাবে। আমি ছেলেদের সঙ্গে দেখা করার আর মজা করার জন্য উন্মুখ।”
প্রাথমিক পর্বে গেইল খেলতে পারবেন চারটি ম্যাচ। বরিশাল শেষ চারে থাকলে আরও কমপক্ষে একটি থেকে তিনটি ম্যাচে দেখা যাবে তাকে।
টুর্নামেন্ট মাতানোর জন্য এই কটি ম্যাচই যথেষ্ট গেইলের জন্য। দ্বিতীয় বিপিএলে ম্যাচের মাত্র কয়েক ঘণ্টা আগে ঢাকায় পা রেখে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে করেছিলেন ৫১ বলে ১১৪। সেবার ম্যাচ খেলেছিলেন ওই একটিই।
এর আগে বিপিএলের প্রথম শতকটি করেছিলেন তিনিই। প্রথম বিপিএলের প্রথম ম্যাচেই করেছিলেন ৪৪ বলে অপরাজিত ১০১।
বিপিএলের আগের দুই আসর মিলিয়ে মাত্র ৬ ম্যাচ খেলেই গেইল করেন ৩টি শতক! প্রথম ম্যাচের শতকের পর সেবারই ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে করেছিলেন ৬১ বলে ১১৬।
বিপিএলে ৬ ম্যাচে গেইলের রান ৪০২, গড় ১০০.৫০ আর স্ট্রাইক রেট ১৯৬.০৯। ৬ ইনিংসে ছক্কা মেরেছেন ৩৮টি!
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন