বরিশালে গৃহবধূর মাথা ন্যাড়া করার ঘটনায় মামলা
বরিশালের গৌরনদী উপজেলায় যৌতুক না পেয়ে ফাতেমা আক্তার (১৮) নামে এক গৃহবধূকে নির্যাতনের পর মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় আদালতে মামলা হয়েছে।
আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিহাবুল ইসলাম মামলাটি আমলে নিয়ে গৃহবধূর অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবং শাশুড়ির বিরুদ্ধে সমন জারীর নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে এই আদেশ দেয়া হয়।
এর আগে নির্যাতনের শিকার ফাতেমা আক্তার বাদী হয়ে বেলা সাড়ে ১১ টার দিকে ওই আদালতে তার স্বামী শাহীন আকন, ভাসুর মাহাবুব আকন ও শাশুড়ি শামসুন্নাহার বেগমকে আসামি করে মামলা করেন। আসামিদের বাড়ি গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায়।
বাদী পক্ষের আইনজীবী আতিকুর রহমান জুয়েল আদালতে দায়ের হওয়া আরজির বরাত দিয়ে জানান, ২০১৬ সালের ১০ জানুয়ারি ফাতেমার সঙ্গে শাহীন আকনের বিয়ে হয়। এসময় সাধ্যমত আসবাপত্র ও স্বর্ণালংকার দিয়ে ফাতেমাকে শ্বশুরবাড়ি পাঠানো হয়। কিন্তু বিয়ের পর থেকে যৌতুকের জন্য স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন সময়ে ফাতেমার ওপর শারীরিক নির্যাতন করতেন।
কিন্তু ভ্যানচালক বাবার আর্থিক অবস্থার কথা চিন্তা করে তিনি সব নির্যাতন সহ্য করতেন। এর একপর্যায়ে স্বামী শাহীন আকন ওয়ার্কশপের মিস্ত্রির কাজ ছেড়ে দিয়ে দুবাই যাওয়ার সিধান্ত নেন। এজন্য তিনি ৩ লাখ টাকা যৌতুক দাবি করেন স্ত্রীর কাছে।
টাকা দিতে অপারগতা প্রকাশ করলে গত ৮ মে স্বামী শাহীন আকন, ভাসুর মাহাবুব আকন ও শাশুড়ি শামসুন্নাহার বেগম মিলে ফাতেমাকে মুখ বেঁধে নির্যাতন করে। এরপর মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়া হয়। এসময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। খবর পেয়ে ফাতেমার বাবার বাড়ির লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
বরিশালে অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার
বরিশাল নগরীর সাগরদী এলাকা থেকে দুই মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূরবিস্তারিত পড়ুন
বরিশাল মহানগর বিএনপি অফিসে তালা লাগিয়েছে বিদ্রোহীরা
বরিশাল মহানগর যুবদলের কমিটিতে স্থান না পাওয়াই বিএনপি অফিসে তালাবিস্তারিত পড়ুন
বরিশালে স্ত্রীকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, গরম রড দিয়ে শরীরে ছ্যাকা, ক্ষতস্থানে গুঁড়া মরিচ ও লবণ !
বরিশাল : জেলার গৌরনদী উপজেলার শরিফাবাদ গ্রামে স্ত্রীকে শিকল দিয়েবিস্তারিত পড়ুন