বরিশালে ছাত্রলীগের ১০ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
বরিশাল মহানগর ছাত্রলীগের সাধারন সম্পাদক অসীম দেওয়ানের বাসায় বোমা হামলার ঘটনায় দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় দলীয় প্রতিপক্ষের ১০ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম গতকাল রবিবার এই নির্দেশ দেন।
যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তারা হলেন: সরকারি বরিশাল কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কিসমত শাহরিয়ার হৃদয়, রইস আহম্মেদ মান্না ও তার ভাই নাদিম মাহমুদ, ছাত্রলীগ কর্মী মশিউল আলম, সোহাগ ওরফে ছোট সোহাগ, আরিফুর রহমান শাকিল, বক্কর মামুন ওরফে কসাই মামুন ও মেহেদি হাসান সম্পদ এবং যুবলীগ নেতা কাজী জিয়াউদ্দিন ও তার ছোট ভাই মো. অঞ্জন।
গত ২১ ফেব্রুয়ারি গভীর রাতে নগরীর কাউনিয়া প্রথম গলিতে ছাত্রলীগ মহানগর সম্পাদক অসীমের বাসায় বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। ওই ঘটনায় তার ছোট ভাই দেওয়ান আলেসীন এলিন বাদী হয়ে পরদিন অভিযুক্ত ওই ১০ জনসহ ১২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ২০ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে নগরীর কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করেন। গত ১ ফেব্রুয়ারি তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার ওসি (তদন্ত) সেলিম রেজা ওই ১০ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
স্ত্রী হত্যায় ছাত্রলীগ নেতা রুবেল কারাগারে
ভোলার লালমোহনে মাহমুদা মেহের তিথি হত্যা মামলার প্রধান আসামি ছাত্রলীগবিস্তারিত পড়ুন
ভোলায় কিশোরীকে আটকে রেখে টানা ৩ দিন ধরে গণধর্ষণ!
ভোলার লালমোহনে এক কিশোরীকে আটকে রেখে টানা তিনদিন ধরে গণধর্ষণবিস্তারিত পড়ুন
ভোলায় কালবৈশাখী ঝড়ে কলেজ ছাত্রাবাস ধুমড়ে মুচড়ে গেছে, আহত-১০
কামরুজ্জামান শাহীন, ভোলা প্রতিনিধি| ভোলার মনপুরায় প্রচন্ড কালবৈশাখী ঝড় ওবিস্তারিত পড়ুন