বরিশালে পুলিশের সঙ্গে ডাকাতদের গোলাগুলি, সাধারণ জনগণ আতঙ্কিত
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে টহল পুলিশের সঙ্গে ডাকাতদের গুলি বিনিময় হয়েছে। তবে গুলি বিনিময়ের ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও এ সময় সাধারণ জনগণ আতঙ্কিত হয়ে পড়ে।
মঙ্গলবার সকালে এ ঘটনায় আগৈলঝাড়া থানার অজ্ঞাত ডাকাতদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
আগৈলঝাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সোমবার দিবাগত রাতে তার নেতৃত্বে এসআই শাহ জালাল, এসআই হাবিবুর রহমান ও ৫ জন ফোর্স টহল ডিউটি করছিলেন। ডিউটি চলাকালীন সময়ে তারা রাত সোয়া ২টার দিকে উপজেলার রত্নপুর ইউনিয়নের মিস্ত্রিপাড়া ব্রিজের পশ্চিম পাশে অবস্থান নেন।
এসময় সেখানে ৭-৮ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি চালায়। পুলিশও ডাকাতদের প্রতিহত করতে পাল্টা গুলি চালায়।
ওসি আরো জানান, পুলিশ ও ডাকাতের মধ্যে অন্তত ১৬ রাউন্ড গুলি বিনিময় হয়। গোলাগুলির একপর্যায়ে ডাকাত দল পালিয়ে যায়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে গভীর রাতে গোলাগুলির শব্দ পেয়ে ওই এলাকার সাধারণ লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এই সংক্রান্ত আরো সংবাদ
বরিশালে অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার
বরিশাল নগরীর সাগরদী এলাকা থেকে দুই মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূরবিস্তারিত পড়ুন
বরিশাল মহানগর বিএনপি অফিসে তালা লাগিয়েছে বিদ্রোহীরা
বরিশাল মহানগর যুবদলের কমিটিতে স্থান না পাওয়াই বিএনপি অফিসে তালাবিস্তারিত পড়ুন
বরিশালে স্ত্রীকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, গরম রড দিয়ে শরীরে ছ্যাকা, ক্ষতস্থানে গুঁড়া মরিচ ও লবণ !
বরিশাল : জেলার গৌরনদী উপজেলার শরিফাবাদ গ্রামে স্ত্রীকে শিকল দিয়েবিস্তারিত পড়ুন