বরিশালে মন্ত্রীর সঙ্গে সেলফি তুলে পুলিশ সদস্য সাসপেন্ড
শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে সেলফি তুলতে গিয়ে সাসপেন্ড হয়েছেন বরিশাল মেট্টোপলিটন পুলিশের এক সদস্য। রবিউল আউয়াল নামে ঐ কনস্টেবল পুলিশ লাইনসে কর্মরত ছিলেন।
শনিবার বরিশাল সরকারি মহিলা কলেজে ‘নবীন বরণ’ অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর নিরাপত্তার দায়িত্বে থাকা টিমের সদস্য ছিলেন তিনি। অনুষ্টানস্থলে গিয়ে কনস্টেবল রবিউল আউয়াল মন্ত্রীর গা ঘেঁষে সেলফি তোলার সময় মন্ত্রী বিব্রত বোধ করেন। এক পর্যায়ে তাকে ধমক দিয়ে সরিয়ে দেন। বিষয়টি জানাজানি হলে অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবুল কালাম আজাদ ঐ কনস্টেবলকে সাসপেন্ড করেন।
কোতয়ালি মডেল থানার ওসি শাহ্ মো. আওলাদ হোসেন মামুন এ তথ্য নিশ্চিত করে জানান, মন্ত্রী বিরক্ত হয়ে ঐ কনস্টেবলকে ধমক দিয়েছেন বলে শুনেছি। তবে তার ডিউটি রেখে ভিআইপি’র সঙ্গে সেলফি তুলতে যাওয়াটা অশোভনীয়। পুলিশ বাহিনীর শৃঙ্খলা বিরোধী কাজ।
এই সংক্রান্ত আরো সংবাদ
বরিশালে অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার
বরিশাল নগরীর সাগরদী এলাকা থেকে দুই মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূরবিস্তারিত পড়ুন
বরিশাল মহানগর বিএনপি অফিসে তালা লাগিয়েছে বিদ্রোহীরা
বরিশাল মহানগর যুবদলের কমিটিতে স্থান না পাওয়াই বিএনপি অফিসে তালাবিস্তারিত পড়ুন
বরিশালে স্ত্রীকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, গরম রড দিয়ে শরীরে ছ্যাকা, ক্ষতস্থানে গুঁড়া মরিচ ও লবণ !
বরিশাল : জেলার গৌরনদী উপজেলার শরিফাবাদ গ্রামে স্ত্রীকে শিকল দিয়েবিস্তারিত পড়ুন