বরিশালে মন্দিরে হামলা : পুরস্কার পেলেন তিনজন
বরিশালের বানারীপাড়ায় কেন্দ্রীয় হরিসভা মন্দিরে ৯টি প্রতিমা কুপিয়ে ক্ষতিগ্রস্ত করার ঘটনায় সিসি ক্যামেরায় ধারণকৃত ব্যক্তি বাবুল হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তাসহ দুই সহায়তাকারীকে পুরস্কৃত করেছেন জেলা পুলিশ সুপার এস এম আকতারুজ্জামান।
শনিবার বেলা ১১টার দিকে বানারীপাড়ায় উপস্থিত হয়ে তাদের এই পুরস্কার প্রদান করেন তিনি।
জেলা পুলিশ সুপার এস এম আকতারুজ্জামান জানান, দুষ্কৃতকারীকে শনাক্ত করার পাশাপাশি তাকে দ্রুত গ্রেফতার করতে পারায় ওসি জিয়াউল আহসান ও ওই ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জসিমকে ১০ হাজার টাকা ও দুজন সহায়তাকারীকে এক হাজার টাকা করে পুরস্কার দেয়া হয়েছে।
এদিকে, শনিবার দুপুরে বাবুল হাওলাদারকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
বানারীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় হরিসভা মন্দিরে শাবল হাতে এক ব্যক্তি প্রবেশ করে ৯টি প্রতিমা কুপিয়ে ক্ষতিগ্রস্ত করার ঘটনায় মন্দির কমিটির সভাপতি বিবেকানন্দ কুণ্ডু বাদী হয়ে থানায় একটি মামলা করেন।
মামলার দুদিন পর সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ দেখে হামলাকারী বাবুল হাওলাদারকে শুক্রবার রাতে উপজেলার নরোত্তমপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
ওসি আরো জানান, ঘটনার সঙ্গে আর কারো সম্পৃক্ততা রয়েছে কিনা জানতে গ্রেফতারকৃত বাবুল হাওলাদারকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড চাওয়া হবে। রিমান্ড মঞ্জুর হলে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
বরিশালে অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার
বরিশাল নগরীর সাগরদী এলাকা থেকে দুই মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূরবিস্তারিত পড়ুন
বরিশাল মহানগর বিএনপি অফিসে তালা লাগিয়েছে বিদ্রোহীরা
বরিশাল মহানগর যুবদলের কমিটিতে স্থান না পাওয়াই বিএনপি অফিসে তালাবিস্তারিত পড়ুন
বরিশালে স্ত্রীকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, গরম রড দিয়ে শরীরে ছ্যাকা, ক্ষতস্থানে গুঁড়া মরিচ ও লবণ !
বরিশাল : জেলার গৌরনদী উপজেলার শরিফাবাদ গ্রামে স্ত্রীকে শিকল দিয়েবিস্তারিত পড়ুন