বরিশালে মাদকের টাকা নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে জখম
বরিশাল : জেলার উজিরপুর উপজেলায় মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে তুহিন খান (২৬) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে সহযোগীরা।
গুরুতর অবস্থায় ওই যুবককে বুধবার রাত ১০টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত তুহিন খান উপজেলার কালিহাতা কদমতলা এলাকার নুরু খানের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, তুহিন খান এবং একই এলাকার শাজাহান খানের ছেলে রাকিব যৌথভাবে মাদক বিক্রি ব্যবসা করে আসছিল। সেই ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে বুধবার রাত সাড়ে ৮টার দিকে হালিহাতা কদমতলা মাদরাসার সামনে উভয়ের মধ্যে বিবাদ হয়।
কিছুক্ষণ পরে রাকিব খান তার দুই সহযোগী খান জাহান আলী এবং জসিম মণ্ডলকে নিয়ে তুহিনের ওপর হামলা চালায়। এক পর্যায়ে তার ধারালো অস্ত্র দিয়ে তুহিনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়।
এ সময় স্থানীয় দোকানিরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, এ ঘটনায় জড়িতদের আটকে চেষ্টা চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
বরিশালে অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার
বরিশাল নগরীর সাগরদী এলাকা থেকে দুই মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূরবিস্তারিত পড়ুন
বরিশাল মহানগর বিএনপি অফিসে তালা লাগিয়েছে বিদ্রোহীরা
বরিশাল মহানগর যুবদলের কমিটিতে স্থান না পাওয়াই বিএনপি অফিসে তালাবিস্তারিত পড়ুন
বরিশালে স্ত্রীকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, গরম রড দিয়ে শরীরে ছ্যাকা, ক্ষতস্থানে গুঁড়া মরিচ ও লবণ !
বরিশাল : জেলার গৌরনদী উপজেলার শরিফাবাদ গ্রামে স্ত্রীকে শিকল দিয়েবিস্তারিত পড়ুন