বরিশালে স্ত্রীসহ যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে দুদক
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বরিশাল শাখার ৩১ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা আত্মসাতের ঘটনায় দায়ের হওয়া মামলায় এক যুবলীগ নেতা ও তার স্ত্রীকে গ্রেফতার করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সদস্যরা।
সোমবার রাতে দুদকের গোয়েন্দারা ওই দম্পতিকে গ্রেফতার করে কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করেন।
গ্রেফতার শাহিন সিকদার যুবলীগের যুগ্ম আহ্বায়ক। তার স্ত্রীর নাম নাঈমা সিকদার। তারা নগরীর ব্রাউন্ড কম্পাউন্ড এলাকার বাসিন্দা।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর চৌমাথা এলাকা থেকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বরিশাল শাখার সিনিয়র এক্সকিউটিভ অফিসার ও ক্রেডিট ইনচার্জ মো. জাকির হোসেন রাঢ়ীকে গ্রেফতার করা হয়। তিনি ঝালকাঠী জেলার রাজাপুরের বড় কইবর্তখালী গ্রামের ওহাব আলীর ছেলে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরিশাল কার্যালয় সূত্র জানায়, ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন রাঢ়ী ও মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহিন সিকদার এবং তার স্ত্রী নাঈমা সিকদার মিলে ব্যাংকের ৩১ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় ২০১৬ সালের ১৯ ডিসেম্বর ব্যাংক কর্তৃপক্ষ বাদী হয়ে জাকির হোসেন রাঢ়ীর বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর তদন্তের দায়িত্ব পান দুদক বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মতিউর রহমান। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদেরকে গ্রেফতার করতে মাঠে নামে দুদকের গোয়েন্দা টিম। সন্ধ্যায় জাকির হোসেন রাঢ়ী ও রাতে মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহিন সিকদার ও তার স্ত্রী নাঈমা সিকদারকে গোয়েন্দারা গ্রেফতার করেন।
কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন গ্রেফতারদের কোতয়ালি থানায় হস্তান্তরের সত্যতা নিশ্চিত করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
বরিশালে অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার
বরিশাল নগরীর সাগরদী এলাকা থেকে দুই মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূরবিস্তারিত পড়ুন
বরিশাল মহানগর বিএনপি অফিসে তালা লাগিয়েছে বিদ্রোহীরা
বরিশাল মহানগর যুবদলের কমিটিতে স্থান না পাওয়াই বিএনপি অফিসে তালাবিস্তারিত পড়ুন
বরিশালে স্ত্রীকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, গরম রড দিয়ে শরীরে ছ্যাকা, ক্ষতস্থানে গুঁড়া মরিচ ও লবণ !
বরিশাল : জেলার গৌরনদী উপজেলার শরিফাবাদ গ্রামে স্ত্রীকে শিকল দিয়েবিস্তারিত পড়ুন